Sushant Singh Rajput

‘আমি শুধু হারিয়েছি, পাইনি কিছুই’, সুশান্তের মৃত্যুর ঘটনায় কোন ঝুঁকি নিয়ে বিপদে অভিনেত্রী?

সুশান্তের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল কৃসানের। তাই অভিনেত্রীর দাবি, মন থেকেই আবেগ প্রকাশ করেছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ১৩:১৮
Share:
Television actress Krissan Barretto revealed that she has lost work for talking about Sushant Singh Rajput’s case

সুশান্তের জন্য মুখ খুলে বিপাকে কৃসান। ছবি: সংগৃহীত।

আত্মহত্যাই করেছিলেন সুশান্ত সিংহ রাজপুত, এ কথা সিবিআই তাদের অন্তিম রিপোর্টে জানিয়েছে। তবে এই মৃত্যু নিয়ে এক সময়ে জলঘোলা হয়েছিল বিস্তর। সুশান্তের মৃত্যুর নেপথ্যে নানা ষড়যন্ত্রের প্রসঙ্গও টেনেছিলেন অনেকে। সম্প্রতি ছোট পর্দার অভিনেত্রী কৃসান ব্যারেটো জানিয়েছেন, সুশান্তের বিষয়ে মুখ খোলায় তাঁকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। এমনকি, হাতছাড়া হয়েছে একের পর এক কাজ।

Advertisement

কৃসান জানিয়েছেন, সুশান্তের জন্য তিনি শোকপ্রকাশ করেছিলেন মাত্র। কিন্তু তাঁর প্রতিটি কথারই কদর্থ করা হয়েছিল। অভিনেত্রীর কথায়, “ভারতে একজন অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করার কোনও অধিকারই নেই। বন্ধু প্রয়াত হয়েছে। তার জন্য কিছু বললেও লোকে ভাবছে, আমি নজর কাড়ার জন্য কথা বলছি। ক্যামেরার সামনে কাজ করি মানেই লোকে ভেবে নেয়, আমরা নাটক করছি।”

সুশান্তের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল কৃসানের। তাই অভিনেত্রীর দাবি, মন থেকেই আবেগ প্রকাশ করেছিলেন তিনি। যদিও সুশান্তের মৃত্যু নিয়ে কথা বলা সেই সময়ে বেশ ঝুঁকির ব্যাপার ছিল বলে মনে করেন তিনি। সারা দেশ জুড়ে এই মৃত্যু নিয়ে বিতর্ক হয়েছিল। কৃসান বলেছেন, “কিছু কারণ ছিল বলেই কেউ এই মৃত্যু নিয়ে কোনও কথা বলছিলেন না। কিছু ঝুঁকি তো ছিলই। আমি সেই ঝুঁকি নিয়েছিলাম। এমনকি, এই ঘটনা নিয়ে মুখ খোলায় আমার বাবা-মাও বিরক্ত হয়েছিলেন।”

Advertisement

কৃসান যোগ করেন, “কেউ বোকা নয় যে, এই রকম ঘটনা নিয়ে মুখ খুলে ঝুঁকি নেবে। এই নিয়ে কথা বলে বহু দরজা বন্ধ হয়ে গিয়েছে। আমিই বহু কাজ হারিয়েছি। সুশান্তের মৃত্যু নিয়ে কথা বলে আমি কিছু পাইনি। বরং হারিয়েছি। তবে হারিয়েছি বলে আমার কোনও আক্ষেপ নেই। বন্ধুর জন্যই তো কথা বলেছিলাম!”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement