ছবি সংগ্রহ
পাকিস্তানে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন দুই ভারতীয় সুফি ধর্মগুরু। তিন দিন ধরে তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানা গিয়েছে। এঁদের এক জন দিল্লির হজরত নিজামুদ্দিন দরগার প্রধান ৮০ বছরের সইদ আসিফ আলি নিজামি। অন্য জন তাঁরই ভাইপো নাজিম আলি নিজামি। তাঁদের নিখোঁজের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। টুইট করে তিনি জানান, ‘‘ইসলামাবাদের সঙ্গে কথা চলছে। নিখোঁজ দুই ভারতীয়ের খবর পাওয়া মাত্রই জানাতে বলা হয়েছে।’’ তবে অন্য একটি সূত্রের খবর, তাঁদের এই নিখোঁজের পিছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হাত রয়েছে। পাকিস্তানের এক সিনিয়র সাংবাদিক আরসালান ভাত্তি বলেন, ‘‘তদন্তের স্বার্থে গোয়েন্দা সংস্থা তাঁদের আটকে রাখতে পারে। আগামী ২৪ ঘণ্টায় এই সংক্রান্ত কোনও আপডেট পেতে পারি।’’
আরও পড়ুন: পঞ্জাবের কৃষককে জমির ক্ষতিপূরণ আস্ত একটা ট্রেন! হ্যাঁ, সত্যিই
এ মাসের ৮ তারিখে আত্মীয়ের সঙ্গে দেখা করতে তাঁরা পাকিস্তানে যান। সেখানে লাহৌরে কিছু দিন ছিলেন। মার্চের ১৪ তারিখে লাহৌরের দাতা দরবার সুফি মসজিদ দর্শনে যান। ওই দিনই সেখান থেকে তাঁদের করাচি যাওয়ার কথা ছিল। সেই মতো করাচির ফ্লাইট ধরতে বিকেল সাড়ে চারটে নাগাদ লাহৌর বিমানবন্দরে পৌঁছে যান দু’জনেই। তখনই ভারতে তাঁর পরিবারের সঙ্গে শেষ বারের মতো যোগাযোগ করেছিলেন জামুদ্দিন দরগার প্রধান আসিফ আলি নিজামি। ফোনে তিনি জানিয়েছিলেন, তাঁকে ছেড়ে দিলেও কিছু কাগজপত্রের ঘাটতি থাকায় ভাইপো নাজিম আলিকে নাকি লাহৌর বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। এর পর থেকে তাঁদের দু’জনের মোবাইল ফোনও বন্ধ হয়ে রয়েছে বলে সইদ আলি নিজামির ছেলে পুলিশকে জানিয়েছেন। তাঁরা শেষমেশ বিমানে উঠেছিলেন নাকি লাহৌরেই থেকে গিয়েছেন তাও জানা যায়নি।