Bengaluru

টাকার লোভে হোটেল রুমে বিদেশিনিকে খুনের অভিযোগ, গ্রেফতার দুই কর্মী

পুলিশ সূত্রে খবর, ৫ মার্চ উজবেকিস্তান থেকে বেঙ্গালুরু পৌঁছন জ়ারিনা। ৫ মার্চ থেকেই বেঙ্গালুরুর একটি হোটেলে থাকছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৪ ১৩:২৫
Share:

—প্রতীকী ছবি।

বিদেশি মুদ্রা চুরি করে মহিলাকে খুনের অভিযোগে গ্রেফতার দুই হোটেলকর্মী। শুক্রবার কেরল থেকে পলাতক দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশের বিশেষ তদন্তকারী দল। মৃতার নাম জ়ারিনা (৩৭)। উজবেকিস্তানের বাসিন্দা তিনি। অভিযুক্তদের নাম যথাক্রমে রবার্ট এবং অমৃত সোনু। দু’জনেই অসমের বাসিন্দা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ৫ মার্চ উজবেকিস্তান থেকে বেঙ্গালুরু পৌঁছন জ়ারিনা। ৫ মার্চ থেকেই বেঙ্গালুরুর একটি হোটেলে থাকছিলেন তিনি। জ়ারিনা ওই হোটেলের যে ঘরে ছিলেন, বুধবার সেখানে জোর করে ঢুকে পড়েন রবার্ট এবং অমৃত। অভিযোগ, ঘর পরিষ্কার করার অজুহাত দেখিয়ে জ়ারিনার ঘরে প্রবেশ করতে চান দু’জন। জ়ারিনার আপত্তি সত্ত্বেও তাঁর ঘরের ভিতর বলপূর্বক ঢুকে পড়েন হোটেলের দুই কর্মী।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এক জন অভিযুক্তের গালে চড় মারেন জ়ারিনা। তার পর সেই অশান্তি হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। রাগের বশে জ়ারিনাকে খুন করেন রবার্ট এবং অমৃত। পুলিশ জানায়, ঘর থেকে টাকা চুরি করে হোটেল রুমের জানলা দিয়ে পালিয়ে যান দু’জন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

Advertisement

মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। তদন্তে নেমে হোটেলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে দুই অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ। তার পর একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে তল্লাশি শুরু করে বেঙ্গালুরু পুলিশ।

পুলিশের তরফে জানা যায়, হোটেল থেকে পালিয়ে তাঁরা কেরল চলে যান। গ্রেফতারির পর তাঁদের কাছে থেকে উজবেকিস্তান মুদ্রা অনুযায়ী, দু’টি দু’হাজার এবং একটি পাঁচ হাজারের নোট উদ্ধার করে পুলিশ। টাকার পাশাপাশি পলাতক দুই অভিযুক্তের কাছ থেকে একটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement