Kappa Covid Variant

Kappa Covid Variant: উত্তরপ্রদেশে করোনার নয়া রূপ ‘কাপ্পা’য় আক্রান্ত ২, ডেল্টায় আক্রান্ত আরও ১০৭

কিং জর্জ মেডিক্যাল কলেজে ভর্তি থাকা ২ জন রোগীর নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়। নমুনার রিপোর্ট পজিটিভ এসেছে।

Advertisement

সংবাদসংস্থা

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২১ ১৬:০৯
Share:

প্রতীকী ছবি

উত্তরপ্রদেশে করোনাভাইরাসের ‘কাপ্পা’ রূপে আক্রান্ত হলেন ২ জন। লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল কলেজে ভর্তি থাকা ২ জন রোগীর নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়। সেই নমুনার রিপোর্ট পজিটিভ এসেছে।

Advertisement

সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ইতিমধ্যে ১০৭টি নমুনায় ডেল্টা প্লাস রূপের হদিশ পাওয়া গিয়েছে। রাজ্যে এই দুই রূপে আক্রান্ত হওয়া নতুন কিছু নয়। উত্তরপ্রদেশে বর্তমানে দৈনিক সংক্রমণের হার ০.০৪ শতাংশ। কাপ্পা রূপ সম্পর্কে রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব (স্বাস্থ্য) অমিত মোহন প্রসাদ বলেন, ‘‘এর আগেও রাজ্যে এই রূপ পাওয়া গিয়েছে। উদ্বেগের কিছু নেই। এর চিকিৎসা সম্ভব।’’

গত অক্টোবরে ভারতে করোনাভাইরাসের দু'টি নতুন রূপের খোঁজ পাওয়া যায়। যার একটির নাম বি.১.৬১৭.১ এবং বি.১.৬১৭.২। পরে ওই দুই রূপের নতুন নামকরণ করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানায়, বি.১.৬১৭.১ রূপকে ‘কাপ্পা’ এবং বি.১.৬১৭.২ রূপকে ‘ডেল্টা’ নামে ডাকা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement