truck

Accident: এক্সপ্রেসওয়ের ধারে ঘুমন্ত শ্রমিকদের পিষে দিল বেপরোয়া ট্রাক! মৃত ৩, আহত ১১

ঝজ্জর জেলা পুলিশ সূত্রের খবর, বেপরোয়া ট্রাকের চাকায় হতাহত শ্রমিকেরা কুন্ডলি-মানেসার-পালওয়াল এক্সপ্রেসওয়ে সারাইয়ের কাজে এসেছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ মে ২০২২ ১০:৫৮
Share:

ঝজ্জরের সেই দুর্ঘটনাস্থল। ছবি: টুইটার থেকে নেওয়া।

গভীর রাতে জাতীয় সড়কের ধারে ঘুমন্ত শ্রমিকদের পিষে দিল বেপরোয়া ট্রাক। হরিয়ানার ঝজ্জরে বুধবার রাতের ওই ঘটনায় মৃত্যু হয়েছে তিন জনের। গুরুতর জখম ১১ জন।

ঝজ্জর জেলা পুলিশ সূত্রের খবর, হতাহতেরা কুন্ডলি-মানেসার-পালওয়াল এক্সপ্রেসওয়ে সারাইয়ের কাজে এসেছিলেন। দিনভর কাজের শেষে রাতে এক্সপ্রেসওয়ের ধারে শুয়ে পড়েছিলেন। গভীর রাতে ওই ঘাতক ট্রাক ঘুমন্ত শ্রমিকদের উপরে হুড়মুড়িয়ে উঠে আসে। তার পর রাস্তার ধারের একটি ব্যারিকেডে ধাক্কা মেরে উল্টে যায়।

Advertisement

আহতদের মধ্যে ১০ জনকে রোহতকের ‘পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস’ এবং এক জনকে বাহাদুরগড় হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়।

ঘটনার তদন্ত শুরু করেছে ঝজ্জর পুলিশ। পাশাপাশি, রাজ্যের জাতীয় সড়কগুলিতে রাতে নজরদারি আরও বাড়ানোর কথাও জানানো হয়েছে। হরিয়ানা পুলিশের এক আধিকারিক বৃহস্পতিবার বলেন, ‘‘বেপরোয়া গাড়ি চালানোর বিরুদ্ধে যতই প্রচার চালানো, এক শ্রেণির চালকদের তাতে থোড়াই কেয়ার!’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement