প্রতীকী ছবি।
রাজনৈতিক বিবাদের জেরে তেলঙ্গানায় এক টিআরএস নেতাকে পাথর দিয়ে থেঁতলে খুন করা হল। মঙ্গলবার তেলঙ্গানার ভিকারাবাদের পারগি গ্রাম থেকে ওই নেতার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ওই নেতার নাম নারায়ণ রেড্ডি। টিআরএস দলের সমর্থকেরা এই ঘটনার জন্য এলাকার কংগ্রেস নেতৃত্বকে দায়ী করেছেন। যদি এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
জানা গিয়েছে, ওই এলাকায় কংগ্রেসের সঙ্গে টিআরএস কর্মীদের বহুদিন ধরেই ঝামেলা চলছে। সোমবার এলাকায় দু’পক্ষের মধ্যে ঝামেলা বাধে। তারপর থেকেই নারায়ণ রেড্ডিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরদিন অর্থাৎ মঙ্গলবার পুলিশ গ্রাম থেকেই তাঁর দেহ খুঁজে পান।প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পাথর দিয়ে থেঁতলেই তাঁকে মারা হয়েছে।
আরও পড়ুন: কর্নাটক উপনির্বাচনেও ধাক্কা বিজেপির, ৫টির মধ্যে ৪টিতেই জয়ী কংগ্রেস-জেডিএস
এই নিয়ে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য রয়েছে। দু’পক্ষের মধ্যে যাতে আর কোনও সংঘর্ষ না বাধে তার জন্য এলাকায় যথেষ্ট পুলিশ রয়েছে।