দুর্নীতির দায়ে সাসপেন্ড ত্রিপুরার সিপিএম নেতা

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আগরতলা শেষ আপডেট: ২৯ জুন ২০১৬ ০৩:০১
Share:

অবৈধ জমি কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিপিএমের রাজ্য কমিটির সদস্য তথা বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ সুবল রুদ্রকে দল থেকে এক বছরের জন্য সাসপেন্ড করা হল। আজ দলের রাজ্য কমিটির বৈঠকতের পর সিপিএমের রাজ্য সম্পাদক বিজন ধর সাংবাদিকদের বলেন, ‘‘অ-কমিউনিস্ট সুলভ কাজকর্মের কারণেই সুবল রুদ্রের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে দল।’’

Advertisement

সুবল রুদ্র ত্রিপুরার দক্ষিণে মেলাঘরের ডাকসাইটে নেতা। তাঁর বিরুদ্ধে সাধারণ মানুষের স্বার্থবিরোধী বিভিন্ন কাজকর্মে জড়িয়ে যাওয়ার অভিযোগ ওঠে। সিপিএমের রাজ্য কমিটির সদস্য হওয়ায় প্রথমে রাজ্য কমিটি তাঁকে শোকজ করে। সুবলের জবাব সন্তোষজনক না হওয়ায় দল তাঁর বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত শুরু করে। সেই তদন্তে সুবলের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পায় সিপিএমের রাজ্য কমিটি। কেন্দ্রীয় কমিটির অনুমোদন পাওয়ার পরেই রাজ্য কমিটি সুবলকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয়। ১৯৭৭ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা পাঁচ বারের জন্য রাজ্য বিধানসভার সদস্য ছিলেন সুবল। ২০০৩ সালে রাজ্য বিধানসভার উপাধ্যক্ষও হয়েছিলেন তিনি। এ বিষয়ে সুবলবাবুর বক্তব্য, তাঁকে আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগই দল দেয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement