সংসদ ভবন। —ফাইল চিত্র।
সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের আলোচনায় গুরুত্ব দিতে হবে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে, কেন্দ্র-রাজ্য সম্পর্ক নিয়ে শুনতে হবে বিরোধী সাংসদদের বক্তব্য— স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় কমিটির বৈঠকে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এই মর্মে সুর চড়িয়েছে বলে খবর। তাৎপর্যপূর্ণ ভাবে তৃণমূল সাংসদদের সঙ্গে এই দাবিতে গলা মিলিয়েছেন এনডিএ-র অন্যতম শরিক দল তেলুগু দেশম পার্টির সাংসদ কৃষ্ণা তেন্নেতি।
রাজনৈতিক শিবির সূত্রে জানা গিয়েছে, কেন্দ্র-রাজ্য সম্পর্কের বিষয়টিতে গুরুত্ব দেওয়ার দাবির পাশাপাশি তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদারেরা সরব হয়েছেন মণিপুরের হিংসা নিয়ে আলোচনা, সেই রাজ্যে নারী নির্যাতন নিয়ে সরকারের বক্তব্য, পুলিশের আধুনিকীকরণের জন্য বরাদ্দ বাজেট বণ্টনের আগে সংশ্লিষ্ট রাজ্যের পুলিশ কর্তাদর ডেকে তাঁদের বক্তব্য এবং চাহিদার কথা শোনার দাবিতে। বৈঠকে উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সচিব এবং কমিটির চেয়ারম্যানকে বিরোধী সাংসদদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, যেন আগামী বৈঠকেই বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে তোলা হয়।
প্রসঙ্গত গত কালই আর এক তৃণমূল সদস্য মালা রায় কমিটির চেয়ারম্যান রাধা মোহনদাস আগরওয়ালকে একটি চিঠি লিখে আলোচ্যসূচিতে সংবিধান বর্ণিত যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে জোরদার করার বিষয়টি অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছিলেন। তাঁর বক্তব্য, ভারতীয় গণতন্ত্রের মূল্যবান নীতিগুলি ধারণ করে যুক্তরাষ্ট্রীয় কাঠামো। মালা রায় চিঠিতে লিখেছিলেন, আজকের দিনে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে মারাত্মক ভাবে খাটো করা হচ্ছে, আঘাত করা হচ্ছে। এই বিষয়টি নিয়ে সংসদীয় কমিটিতে অবিলম্বে আলোচনা করা জরুরি।
সূত্রের খবর, আজ মোট ৬৯ পাতার একটি নথি কমিটির সদস্যদের কাছে পড়েন সরকারি কর্তারা, যার প্রধান বিষয় ছিল মোদী সরকারের গত ১০ বছরের সাফল্য এবং ভবিষ্যৎ দর্শন। সেই ৬৯ পাতার মধ্যে তিন পাতা ছিল উত্তর-পূর্বাঞ্চল নিয়ে, যাতে মণিপুরের কোনও উল্লেখ রাখা হয়নি। আর একটি মাত্র পৃষ্ঠা বরাদ্দ ছিল কেন্দ্র-রাজ্য সম্পর্ক নিয়ে। এই দু’টি বিষয়ই পড়ার সময়ে বাদ দিয়ে গিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা, এমনটাই জানা গিয়েছে। তৃণমূল সাংসদেরা এই বিষয়ে জানতে চাইলে তাঁরা বলেছেন, সময়ের অভাবে পুরোটা পড়া সম্ভব হচ্ছে না। সূত্রের খবর, কাকলি তখন বলেন, মণিপুরে সম্প্রতি এক কুকি শিক্ষিকাকে গুলি করে মারা হয়েছে। তার বদলায় এক জন মেইতেই কৃষককেও হত্যা করা হয়েছে। এই হিংসা নিয়ে কমিটি বিস্তারিত তথ্য ও সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চায়।
এ দিকে ২০২৪-’২৫-এর মধ্যে পুলিশের আধুনিকীকরণের জন্য বাজেটে বরাদ্দ হয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ২৭৮ কোটি টাকা। সূত্রের খবর, কাকলি বৈঠকে এ-ও বলেছেন, এই অর্থ বিভিন্ন রাজ্যের মধ্যে ইচ্ছামাফিক বণ্টন করা যায় না। প্রতিটি রাজ্যের ভৌগোলিক পরিস্থিতি, নিরাপত্তাগত বিন্যাস ও চাহিদা আলাদা। ভারতে তিনটি আন্তর্জাতিক সীমান্ত রয়েছে বাংলায়। ফলে পশ্চিমবঙ্গের পুলিশের ডিজি-কে ডাকা হোক বা ভিডিয়ো মাধ্যমে পরের বৈঠকে তাঁকে সংযুক্ত করা হোক। এ ব্যাপারে তাঁর বক্তব্য শোনাও জরুরি।