প্রতীকী ছবি।
রাজনৈতিক দলগুলি নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিলেও নাগা চুক্তির আগে নাগাল্যান্ডে ভোট করতে দেবে না বলে ঘোষণা করল নাগাদের সবচেয়ে শক্তিশালী উপজাতি সংগঠন ‘নাগা হোহো’। ত্রয়োদশ নাগাল্যান্ড বিধানসভা নির্বাচন ২৭ ফেব্রুয়ারি। ভোটের দিকে তাকিয়ে সব দল প্রার্থী বাছাই থেকে শুরু করে ঘর গোছাতে শুরু করেছেন। নেতা-বিধায়কদের একাংশ দলবদল শুরু করে দিয়েছেন। কিন্তু নাগা স্টুডেন্টস ফেডারেশন ও নাগা হোহো এখনও বলছে, নাগা চুক্তি চূড়ান্ত না করে রাজ্যের উপরে নির্বাচন চাপিয়ে দেওয়া চলবে না। নির্বাচন বয়কটের ডাক দিয়ে নাগা হো হো নেতারা সকলেই দিল্লি পাড়ি দিয়েছেন। সংগঠনের সভাপতি পি চুবা ওঝোকুম জানান, নাগাল্যান্ডবাসীর দাবি একটাই। আগে ভারত-নাগা সমস্যার সমাধান হোক। না হলে শান্তি চুক্তি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাবে। তিনি সব রাজনৈতিক দলের কাছে আবেদন জানান, কেউ যেন নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা না দেন। তাঁর মতে, বার বার কেন্দ্র নাগাদের সঙ্গে এ ভাবে প্রতারণা করতে পারে না।