Himachal Trekking

হিমাচলের কাংড়ায় সাময়িক ভাবে নিষিদ্ধ করা হল ট্রেকিং! আর কী নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন

ট্রেকিংয়ের জন্য অনুমতি দেওয়া যাবে কি যাবে না, তা আবার নির্ভর করবে শিমলায় মৌসম ভবনের আঞ্চলিক দফতরের পূর্বাভাসের ভিত্তিতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ১৩:১১
Share:

হিমাচলের কাংড়ায় ট্রেকিংয়ে সাময়িক নিষেধাজ্ঞা। প্রতিনিধিত্বমূলক ছবি।

হিমাচলের কাংড়ায় সাময়িক ভাবে ট্রেকিংয়ে নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন। ধৌলাধর রেঞ্জের ৩০০০ মিটারের বেশি উচ্চতায় কেউ ট্রেকিং করতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে। পর্যটক এবং পর্বতারোহীদের নিরাপত্তা পাশাপাশি শীতের মরসুমে ভারী তুষারপাতের মতো দুর্যোগের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। ডেপুটি কমিশনার হেমরাজ বাওরা এ বিষয়ে একটি নোটিস জারি করেছেন। পরবর্তী কোনও নির্দেশ না আসা পর্যন্ত ধৌলাধর রেঞ্জের ৩০০০ মিটারের উপরে ট্রেকিংয়ে নিষেধাজ্ঞা বহাল থাকবে।

Advertisement

পাশাপাশি এটাও জানানো হয়েছে যে, কারেরি, ত্রিয়ুন্দ, আদি হিমানী চামুণ্ডার মতো জায়গায় ট্রেকিং করতে গেলে কাংড়ার পুলিশ সুপারকে জানাতে হবে। পুলিশ সুপারের ছাড়পত্র মিললে তার পরই ওই এলাকাগুলিতে ট্রেকিং করা যাবে। ট্রেকিংয়ের জন্য অনুমতি দেওয়া যাবে কি যাবে না, তা আবার নির্ভর করবে শিমলায় মৌসম ভবনের আঞ্চলিক দফতরের পূর্বাভাসের ভিত্তিতে। আবহাওয়া কেমন থাকছে, কেউ কোনও ঝুঁকি নিচ্ছেন কি না, তা নজরদারি চালানোর জন্য অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে। যদি ট্রেকিংয়ের অনুমতি দেওয়াও হয় আবহাওয়া অনুকূল না থাকলে তা বাতিলও করা হতে পারে বলে জেলা প্রশাসন সূত্রে খবর।

ডেপুটি কমিশনারের দফতর থেকে জেলার সমস্ত পর্যটন আধিকারিকদের কাছে বার্তা পাঠানো হয়েছে। সেই আধিকারিকরা কাংড়ার পর্যটন সংস্থাগুলিকে এ বিষয়ে সচেতন করবেন। পাশাপাশি, কোনও পর্যটন সংস্থা যদি এই নির্দেশ অমান্য করেন, তা হলে জরিমানা করা হবে। ট্রেকিং ছাড়াও প্যারাগ্লাইডিংয়ের ক্ষেত্রেও সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ধৌলাধর রেঞ্জের কাছাকাছি যেন প্যারাগ্লাইডিং না করা হয়, সেই সতর্কবার্তাও পাঠানো হয়েছে।

Advertisement

কাংড়ার পুলিশ সুপার শালিনি অগ্নিহোত্রী জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে ট্রেকিংয়ের আকর্ষণীয় পথগুলি আপাতত বন্ধ রাখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement