দু’লক্ষ নয়। এ বার লক্ষ্যমাত্রা পাঁচ লক্ষ। ভূস্বর্গে বাঙালি পর্যটক বাড়াতে চায় জম্মু-কাশ্মীরের পর্যটন দফতর।
জম্মু-কাশ্মীরে পর্যটকেরা এ বার সারা বছর হোটেল-ভাড়ায় ৩০% ছাড় পাবেন বলে শুক্রবার কলকাতায় জানান কাশ্মীর হোটেল ও রেস্তরাঁ মালিক ফেডারেশনের সভাপতি ওয়াহিদ মালিক। তাঁর রাজ্যের পর্যটন অধিকর্তা মাহমুদ আহমেদ শাহের দাবি, দেশের মধ্যে সব থেকে নিরাপদ পর্যটন কেন্দ্র জম্মু-কাশ্মীর। সেখানে পর্যটন-কেন্দ্রিক কোনও অপরাধের রেকর্ড নেই। তিনি বলেন, ‘‘বিদেশি পর্যটকদের কোনও সমস্যা হচ্ছে না। বাঙালিদের হবে কেন? আমাদের নিজস্ব ৬০০ পর্যটন-পুলিশ আছে।’’ জম্মু-কাশ্মীরে নিরাপত্তা নিয়ে সংশয় এবং ভ্রান্ত ধারণা মুছতে ব্যাপক হারে সোশ্যাল মিডিয়ার সাহায্য নেওয়া হচ্ছে বলে জানান মাহমুদ।
ওই পর্যটনকর্তার দাবি, সীমান্তে কিছু সমস্যা থাকলেও কাশ্মীরের পর্যটন সার্কিট জুড়ে শান্তি রয়েছে। গুজরাতের পরে পশ্চিমবঙ্গ, বিশেষত কলকাতা থেকে সব চেয়ে বেশি পর্যটক ভূস্বর্গে বেড়াতে যান। এ দিন রাজ্যের ভ্রমণ সংস্থাগুলির সঙ্গেও আলোচনায় বসেন মাহমুদ। তিনি বলেন, ‘‘ভূস্বর্গের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে কর্পোরেট সংস্থাগুলির গুরুত্বপূর্ণ বৈঠক করার সুযোগ আছে। তাই মার্চে ট্রাভেল এজেন্ট অব ইন্ডিয়া (টাই) সেমিনার করবে।’’