ফাইল চিত্র।
জম্মু-কাশ্মীরের শোপিয়ানে বড় সাফল্য পেল ভারতীয় সেনাবাহিনী। সোমবার সকালে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের গুলির লড়াইয়ে দুই জঙ্গি নিহত হয়েছে। তাদের মধ্যে লস্কর ই তৈবা জঙ্গি গোষ্ঠীর এক উচ্চপদস্থ কম্যান্ডার রয়েছে বলেও খবর।
জম্মু-কাশ্মীরের ইনস্পেক্টর জেনারেল অব পুলিশ বিজয় কুমার জানিয়েছেন, নিহত লস্কর কম্যান্ডারের নাম ইশফাক দার ওরফে আবু আক্রম। ২০১৭ সাল থেকে কাশ্মীর উপত্যকায় নাশকতার কাজে যুক্ত ছিল সে। অপর জঙ্গিকে শনাক্ত করা যায়নি। সংঘর্ষ স্থল থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এখনও তল্লাশি চালাচ্ছেন নিরাপত্তারক্ষীরা। কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না তা দেখা হচ্ছে।
রবিবার নিরাপত্তারক্ষীরা খবর পান, শোপিয়ানে দুই থেকে তিন জন জঙ্গি লুকিয়ে রয়েছে। তার পরেই কাশ্মীর পুলিশ, সেনাবাহিনীর ৩৪ নম্বর রেজিমেন্ট ও সিআরপিএফ চেক সাদিক এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। নিরাপত্তারক্ষীদের দেখেই গুলি চালায় জঙ্গিরা। তার পরেই শুরু হয় সংঘর্ষ।