আজ প্রথম দফার ভোট মণিপুরে

রাত কাটলেই প্রথম পর্যায়ের নির্বাচন মণিপুরের ৩৮টি আসনে। উত্তরপ্রদেশেও আগামী কাল ষষ্ঠ দফার ভোট হবে ৪৯টি বিধানসভা আসনে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৭ ০৩:০৩
Share:

রাত কাটলেই প্রথম পর্যায়ের নির্বাচন মণিপুরের ৩৮টি আসনে। উত্তরপ্রদেশেও আগামী কাল ষষ্ঠ দফার ভোট হবে ৪৯টি বিধানসভা আসনে।

Advertisement

সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ ইম্ফলে জানিয়েছিলেন, মণিপুরের ভৌগোলিক অখণ্ডতা অক্ষুণ্ণ থাকবে। কিন্তু নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী তথা এনডিএ শরিক এনপিএফের সভাপতি সুরহোজেলি লিজিৎসু দাবি করেন— পার্বত্য, নাগা অধ্যূষিত মণিপুরে এনপিএফ জিতলে নাগাদের জন্য বৃহত্তর, ঐক্যবদ্ধ নাগালিমের স্বপ্ন সফল করা হবে। সুরহোজেলি জানান, পার্বত্য মণিপুরের ২০ জন বিধায়ক একজোট হলে ধারাবাহিক নাগা এলাকাগুলির একত্রীকরণ সম্ভব হবে।

মণিপুরের মুখ্য নির্বাচনী অফিসার বিবেককুমার দেবাঙ্গন জানান, এ বারের নির্বাচনে সংঘর্ষবিরতিতে থাকা বিভিন্ন জঙ্গি সংগঠনের ২ হাজার ২২৮ জন জঙ্গি ভোট দেবে। ১৪টি সরকার স্বীকৃত শিবিরে পাঠানো হয়েছে পোস্টাল ব্যালট। নিরাপত্তার দায়িত্বে থাকবে ২৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

Advertisement

উত্তরপ্রদেশে আগামী কাল ভোট হবে গোরখপুর, মহারাজগঞ্জ, কুশীনগর, দেওরিয়া, বালিয়া ও আজমগঢ়। আজমগঢ়ের সাংসদ মুলায়ম সিংহ যাদব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement