ঘর বাঁচাতে ভিলা-বিলাস

কী কেন্দ্রে, কী রাজ্যে, ক্ষমতার বাইরে থাকায় টাকার জোগান কমছে কংগ্রেসে। কিন্তু মহারাষ্ট্রে বিজেপির ক্ষমতায় ফেরা ঠেকাতে দলের বিধায়কদের বিলাসব্যসনে কোনও খামতি রাখেনি সনিয়ার দল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

জয়পুর শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৯ ০২:৪৩
Share:

ঘোড়া কেনাবেচা থেকে দূরে রাখতে কংগ্রেস বিধায়কদের রিসর্টে নিয়ে রাখা হয়েছে।

মহারাষ্ট্রে সরকার গঠনের ছবিটা ঘনঘন বদলাচ্ছে। ঘর বাঁচাতে না-পারলে যে নিজেদের অঙ্ক মেলানো যাবে না, সেটা ভালই জানেন সনিয়া গাঁধী। তাই ঘোড়া কেনাবেচা থেকে দূরে রাখতে কংগ্রেস বিধায়কদের রাজস্থানে বিলাসবহুল রিসর্টে নিয়ে রাখা হয়েছে। দিল্লি, মুম্বইয়ের পাশাপাশি জয়পুরের এই রিসর্টেই আলোচনা করছেন কংগ্রেসের ‘ম্যানেজার’ নেতারা।

Advertisement

কী কেন্দ্রে, কী রাজ্যে, ক্ষমতার বাইরে থাকায় টাকার জোগান কমছে কংগ্রেসে। কিন্তু মহারাষ্ট্রে বিজেপির ক্ষমতায় ফেরা ঠেকাতে দলের বিধায়কদের বিলাসব্যসনে কোনও খামতি রাখেনি সনিয়ার দল। রাজস্থানে এখন কংগ্রেস সরকার। ফলে এই রাজ্যকেই নিরাপদ মনে করেছেন কংগ্রেস সভানেত্রী। জয়পুর-দিল্লি হাইওয়ে থেকে দেড় কিলোমিটার দূরে ওই পাঁচতারা রিসর্টে রয়েছে ৫০টি ভিলা। এক-একটির দৈনিক ভাড়া ২৪ হাজার থেকে শুরু করে ১ লক্ষ ২০ হাজার টাকা পর্যন্ত।

রিসর্টের মালিক ফ্রান্সের এক রাজনীতিক। তাই রাজস্থানের সঙ্গে ফরাসি স্থাপত্যের মিশেল নজর কাড়ে। আয়েসে সময় কাটানোর জন্য প্রতিটি ভিলায় রয়েছে সুইমিং পুল। আর রয়েছে দু’টি রেস্তরাঁ, দু’টি বার ও একটি স্পা। সোমবার রিসর্টটি জানিয়ে দিয়েছে, আপাতত নতুন অতিথির ঠাঁই নেই। সব ভিলা বুক হয়ে গিয়েছে। ‘ভিআইপি’ অতিথিদের জোধপুর, আমের, পুষ্কর ও অজমের ঘুরিয়ে দেখানোরও বন্দোবস্ত করেছে এই রিসর্ট। তবে যেখানেই তাঁরা গিয়েছেন বিধায়কেরা, পুলিশ গিয়েছে সঙ্গে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement