—ফাইল চিত্র।
পশ্চিমবঙ্গে তাণ্ডব চালাচ্ছে বিজেপি। তাতে ইন্ধন রয়েছে দলের সভাপতি অমিত শাহের। আজ রাষ্ট্রপতির বক্তৃতা নিয়ে লোকসভায় আলোচনাকে কাজে লাগিয়ে কেন্দ্রের বিরুদ্ধে এই অভিযোগ আনল তৃণমূল। সংসদের অধিবেশন শুরুর আগে গাঁধী মূর্তির নীচে ইভিএম বাতিল করে ব্যালট ফিরিয়ে আনার দাবিতে ধর্না দিয়েছিলেন তৃণমূলের নতুন সাংসদেরা। আর বিজেপির ‘বিভাজনের রাজনীতি’ নিয়ে লোকসভার ভিতরে সরব হন দলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়।
সৌগতবাবুর বক্তৃতার মধ্যে বারবারই দু’দলের সাংসদের কথা কাটাকাটি চলতে থাকে। সৌগতবাবু বলেন, ‘‘পশ্চিমবঙ্গে বিভাজনের কর্মসূচি নিয়ে চলছে বিজেপি। তাণ্ডব চালাচ্ছে। তৃণমূলের অফিস দখল করছে, কর্মীদের টেনে নিয়ে যাচ্ছে। আমার নির্বাচনী এলাকায় ১৮ বার এসেছেন প্রধানমন্ত্রী। তা সত্ত্বেও ওরা জিততে পারেনি।’’ ধর্মীয় স্বাধীনতা প্রসঙ্গে মার্কিন রিপোর্টটির কথা তুলে তাঁর মন্তব্য, ‘‘বিজেপি দেশের ইতিহাস বদলে দিয়ে নিজেরা লিখছে। পুরনো সব জায়গার নাম বদলে দিচ্ছে। ইলাহাবাদ হয়ে যাচ্ছে প্রয়াগ রাজ। ওরা সংখ্যালঘুদের খাটো করছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির গৌরব শেষ করছে।’’ অসমের মতো পশ্চিমবঙ্গেও যদি জাতীয় নাগরিকপঞ্জি তৈরির চেষ্টা হয়, তার সর্বাত্মক বিরোধিতা করা হবে বলে জানান দমদমের সাংসদ।
সৌগতবাবু আজ অমিতের নাম তোলায় বিজেপি বেঞ্চ থেকে সব চেয়ে বেশি চিৎকার আসে। তাঁর মন্তব্য, ‘‘প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজ অথবা সর্বদলীয় বৈঠকে তৃণমূলের না-যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। শাহ প্রতি সপ্তাহে পশ্চিমবঙ্গে অ্যাডভাইসরি পাঠাবেন আর আমরা দিল্লি এসে সহযোগিতা করব, এটা চলতে পারে না।’’
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।