আগাম জামিনের আর্জি ইকবালের

গাড়ি চুরির মামলায় আগাম জামিন নিতে গৌহাটি উচ্চ আদালতের দ্বারস্থ হলেন তৃণমূল নেতা ইকবাল হুসেন। অসম প্রদেশ তৃণমূল কংগ্রেসের সম্পাদক ইকবাল হুসেনের স্ত্রী শাহানাজ খান তাঁর স্বামীর জামিনের আর্জি উচ্চ আদালতে দাখিল করেন। তিনি জানিয়েছেন, তাঁর স্বামীর উচ্চ রক্তচাপ, মধুমেহ রোগ, কিডনিজনিত সমস্যা ছাড়াও হৃদরোগ রয়েছে। তাই ইকবাল হুসেনকে আগাম জামিন দেওয়া হোক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

করিমগঞ্জ শেষ আপডেট: ২৭ মে ২০১৫ ০২:৫৪
Share:

গাড়ি চুরির মামলায় আগাম জামিন নিতে গৌহাটি উচ্চ আদালতের দ্বারস্থ হলেন তৃণমূল নেতা ইকবাল হুসেন। অসম প্রদেশ তৃণমূল কংগ্রেসের সম্পাদক ইকবাল হুসেনের স্ত্রী শাহানাজ খান তাঁর স্বামীর জামিনের আর্জি উচ্চ আদালতে দাখিল করেন। তিনি জানিয়েছেন, তাঁর স্বামীর উচ্চ রক্তচাপ, মধুমেহ রোগ, কিডনিজনিত সমস্যা ছাড়াও হৃদরোগ রয়েছে। তাই ইকবাল হুসেনকে আগাম জামিন দেওয়া হোক।

Advertisement

অভিযোগ, পুলিশি তদন্তে দাবি করা হয়, গাড়িচোর চক্রের পাণ্ডা অনিল চৌহান করিমগঞ্জে ওই তৃণমূল নেতার বাড়িতে কয়েক বার এসেছিল। তার জেরে পুলিশ জেরার জন্য তৃণমূল নেতা ইকবাল হুসেনকে ডেকে পাঠিয়েছিল। কিন্তু তৃণমূল নেতা চিকিত্সা সংক্রান্ত কাগজ জমা দিয়ে আগাম জামিন চান। গৌহাটি উচ্চ আদালতে জামিন সংক্রান্ত আবেদনের কাগজপত্র জমা দিলেও আদালত এখনও তা মঞ্জুর করেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement