তালাক বিলে তৃণমূল নারাজই

গত কাল লোকসভায় কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বিলটি পেশ করার সময়ই বিরোধিতার জেরে ভোটাভুটি হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ জুন ২০১৯ ০২:৩৪
Share:

ছবি: সংগৃহীত।

সংসদীয় কমিটিতে খুঁটিনাটি খতিয়ে দেখার পরে তিন তালাক বিলটি আসুক লোকসভায় ফের আলোচনার জন্য, এমনটাই চায় তৃণমূল। তার আগে যাতে এটি পাশ না করা হয়, সে জন্য লোকসভার বিষয় উপদেষ্টা কমিটিতে (বিএসি) সক্রিয় হতে চলেছেন কমিটির অন্যতম সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

গত কাল লোকসভায় কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বিলটি পেশ করার সময়ই বিরোধিতার জেরে ভোটাভুটি হয়। তৃণমূলের বক্তব্য, যে ভাবে এই বিলটি আনা হচ্ছে, তাতে আখেরে মুসলমান সম্প্রদায়ের মহিলারাই ভুগবেন। বিলটি সংসদে পাশ হওয়ার আগে সংসদীয় কমিটিতে পাঠিয়ে এর সব দিক খতিয়ে দেখতে চান তাঁরা। তিন তালাককে ফৌজদারি অপরাধের তকমা দিয়ে এর জেরে কারাদণ্ডের বিরোধিতা করছে তৃণমূল। সুদীপবাবুর কথায়, ‘‘বিপুল সংখ্যাগরিষ্ঠতার দাপটে সরকার লোকসভায় বিলটি পাশ করিয়ে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু তার জন্য আগে বিষয় উপদেষ্টা কমিটির কাছ থেকে অনুমোদন দরকার। ওই কমিটি নির্দিষ্ট করে দেয়, কোন বিল কত ঘণ্টা আলোচনা হবে। সময় নির্দিষ্ট হয়ে যাওয়ার পরে অধিবেশন চলাকালীন যে কোনও দিন সরকার বিলটি নিয়ে আসতে পারে। যদি এই অধিবেশনেই সংশ্লিষ্ট কমিটি বিলটির জন্য সময় ধার্য করে, তখন আমাদের আপত্তির কথা বিশদে বলে কমিটিকে নিরস্ত করার চেষ্টা করব।’’ তাঁর কথায়, ‘‘এই নিয়ে কংগ্রেস-সহ অন্যান্য দলের সঙ্গেও কথা বলতে হবে।’’

বর্তমানে যে ভাবে বিলটি আনা হয়েছে তা নিয়ে আপত্তি রয়েছে তৃণমূলের। সুদীপ বলেন, ‘‘বিলে শাস্তি হিসেবে যে তিন বছর কারাদণ্ডের কথা বলা হয়েছে, তাতে আমাদের প্রবল আপত্তি রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তি যদি তিন বছর জেলে আটকে থাকেন, তা হলে তিনি তাঁর পরিবারের ভরণপোষণ কী ভাবে করবেন। আমি রাজ্যের বিভিন্ন স্তরের মুসলিম সমাজের সঙ্গে কথা বলেছি। মহিলাদেরও সঙ্গেও কথা হয়েছে। যে ভাবে এই বিলটি সরকার আনছে, তাতে তাঁরা সন্তুষ্ট নন।’’

Advertisement

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদেরYouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement