Dhruv Helicopter

দুর্ঘটনার জেরে উড়ান বন্ধ, তবু দেশে তৈরি ‘ধ্রুব’ নিয়ে সময়সীমা মেনে রিপোর্ট দিল না হ্যাল

রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (হ্যাল)-এর তৈরি ‘অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার’ (এএলএইচ) ধ্রুব গত এক দশকে একাধিক বার দুর্ঘটনার মুখে পড়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৫ ২২:৩৫
Share:
ধ্রুব গত এক দশকে একাধিক বার দুর্ঘটনার মুখে পড়েছে।

ধ্রুব গত এক দশকে একাধিক বার দুর্ঘটনার মুখে পড়েছে। —ফাইল চিত্র।

তিন সপ্তাহের সময়সীমা শেষ হলেও জমা পড়েনি অনুসন্ধান রিপোর্ট। এই পরিস্থিতিতে অনিশ্চিত ভারতীয় সশস্ত্র বাহিনীর তিন শাখা (স্থল, নৌ এবং বায়ুসেনা) এবং উপকূলরক্ষী বাহিনী ব্যবহৃত ৩০০টি ধ্রুব হেলিকপ্টারের ‘ভবিষ্যৎ’।

Advertisement

রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (হ্যাল)-এর তৈরি ‘অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার’ (এএলএইচ) ধ্রুব গত এক দশকে একাধিক বার দুর্ঘটনার মুখে পড়েছে। অভিযোগ উঠেছে যান্ত্রিক ও প্রযুক্তিগত ত্রুটির। গুজরাতে একটি ধ্রুব ভেঙে পড়ার পরে গত ৫ জানুয়ারি থেকে উড়ান বন্ধ রাখা হয়েছে।

হ্যাল-এর প্রধান ডিকে সুনীল তিন সপ্তাহের মধ্যে বিভিন্ন বাহিনীর ব্যবহৃত ৩০০টি ধ্রুব পরীক্ষা করে যান্ত্রিক ও প্রযুক্তিগত ত্রুটি আছে কি না, সে সংক্রান্ত রিপোর্ট পেশের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এখনও সেই কাজ শেষ করা সম্ভব হয়নি। এর আগে ২০২৩ সালে কাশ্মীরে একটি ধ্রুব ভেঙে পড়ার পরে প্রায় চার মাস হালকা ওজনের আধুনিক কপ্টারটির উড়ান বন্ধ রাখা হয়েছিল।

Advertisement

প্রসঙ্গত, হ্যাল-এর তৈরি ধ্রুব ভারতীয় বায়ুসেনার পাশাপাশি নেপাল, মলদ্বীপ এবং মরিশাসের বিমানবাহিনী ব্যবহার করে। তবে গত এক দশকে একাধিক বার যান্ত্রিক ত্রুটির অভিযোগ উঠেছে ধ্রুবের বিরুদ্ধে। কয়েক বছর আগে এই কপ্টার কেনার পরেও তা দুর্ঘটনার জেরে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement