অম্বালা আদালত চত্বর। ছবি: সংগৃহীত।
আদালতে সাক্ষ্য দিতে আসা যুবককে লক্ষ্য করে গুলি! এলোপাথাড়ি গুলি চালিয়ে পালালেন তিন আততায়ী। শনিবার পঞ্জাবের অম্বালা আদালত চত্বরে ঘটনাটি ঘটেছে। কেউ আহত না হলেও ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে অম্বালা আদালত চত্বরে একটি ফৌজদারি মামলার শুনানিতে আসা এক যুবককে লক্ষ্য করে আচমকা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন তিন দুষ্কৃতী। প্রত্যক্ষদর্শীদের কথায়, কালো রঙের একটি চার চাকার গাড়িতে করে এসেছিলেন তাঁরা। আদালতের প্রবেশদ্বারের বাইরে গাড়ি থেকে নেমে হঠাৎ গুলি চালাতে শুরু করেন তিন যুবক। তিনটি গুলি চালিয়ে তড়িঘড়ি এলাকা ছেড়ে চম্পট দেন তাঁরা। তত ক্ষণে আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়েছে। ছোটাছুটি শুরু করে দিয়েছেন সকলেই।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গুলি চালানো হয়েছিল অম্বালা ক্যান্টনমেন্টের বাসিন্দা অমন সুদকে লক্ষ্য করে। শনিবার একটি ফৌজদারি মামলার শুনানির জন্য আদালতে এসেছিলেন অমন। তখনই এই ঘটনা ঘটে। তবে অমন অক্ষতই রয়েছেন। ঘটনার পরেই পুলিশ কন্ট্রোল রুমে খবর দেওয়া হয়েছে। আদালত চত্বরে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গোয়েন্দা শাখা এবং অপরাধ শাখা (অম্বালা)-র তদন্তকারীরা। এলাকা থেকে দু’টি গুলির খোল পাওয়া গিয়েছে। ফেরার তিন দুষ্কৃতীর খোঁজে শুরু হয়েছে তল্লাশি। গোয়েন্দা শাখার এক ঊর্ধ্বতন কর্তা বলেছেন, ‘‘প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা। দুষ্কৃতীদের শনাক্ত করার জন্য আমরা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছি।’’