Accident

রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা গাড়ির, মৃত্যু চালক-সহ সওয়ার অর্কেস্ট্রা দলের দুই সদস্যের

পুলিশ জানিয়েছে, গাড়িতে একটি অর্কেস্ট্রা দলের সদস্যেরা ছিলেন। মওরানিপুরে অনুষ্ঠান করে ঝাঁসিতে ফিরছিলেন। তখনই হয়েছে দুর্ঘটনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১৬:৪৯
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

রাস্তার ধারে দাঁড়িয়েছিল ট্রাক। পিছন থেকে এসে তাতে ধাক্কা দেয় গাড়ি। তাতে প্রাণ হারিয়েছেন তিন সওয়ারি। আহত চার জন। উত্তরপ্রদেশের মওরানিপুরে ঝাঁসি-খাজুরাহো জাতীয় সড়কের উপর শুক্রবার গভীর রাতে এই দুর্ঘটনা হয়েছে। পুলিশ জানিয়েছে, গাড়িতে একটি অর্কেস্ট্রা দলের সদস্যেরা ছিলেন। মওরানিপুরে অনুষ্ঠান করে ঝাঁসিতে ফিরছিলেন। তখনই হয়েছে দুর্ঘটনা।

Advertisement

উলদান থানার আধিকারিক দীনেশ কুরিল জানিয়েছেন, শ্রীরাম মহাবিদ্যালয়ের কাছে রাস্তায় দাঁড়িয়ে ছিল ট্রাকটি। পিছন থেকে ধাক্কা দেয় গাড়ি। ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন শবনম (২৮), মিনি (২৪)। বাকি পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসার সময় মৃত্যু হয়েছে গাড়ির চালক মণীশ রাজপুতের। তাঁর বয়স ৩৫ বছর। চার জনের চিকিৎসা চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের নাম কাজল ওরফে রিয়া, মুসকান, রবীন্দ্র, অজয় সিংহ। ওই চার জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশের প্রাথমিক অনুমান, চালক রাতে গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলেন। সে কারণে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে দেখতে পাননি। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement