ইভটিজারদের ভয়ে চলন্ত বাস থেকে লাফ তিন ছাত্রীর

ইভটিজারদের হাত থেকে বাঁচতে চলন্ত বাস থেকে লাফ মারলেন তিন ছাত্রী। শনিবার সকালে ঘটনাটি ঘটে জামশেদপুরের সাকচি এলাকায়। এই ঘটনায় আহত হন এক ছাত্রী। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৫ ১০:৫৪
Share:

তেলঙ্গনার ঘটনায় পুলিশের এনকাউন্টারে চার অভিযুক্তের মৃত্যু স্বস্তি দিচ্ছে কাকদ্বীপের মেয়েটির বাবা-মাকে।

ইভটিজারদের হাত থেকে বাঁচতে চলন্ত বাস থেকে লাফ মারলেন তিন ছাত্রী। শনিবার সকালে ঘটনাটি ঘটে জামশেদপুরের সাকচি এলাকায়। এই ঘটনায় আহত হন এক ছাত্রী। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

Advertisement

কী হয়েছিল ওই দিন?

পুলিশ জানিয়েছে, একই স্কুলে পড়েন ওই তিন ছাত্রী। ওই দিন স্কুল শেষে বাড়ি ফেরার জন্য বাসে ওঠেন তাঁরা। বাসে ওঠার পর থেকেই দু’জন যুবক তাঁদের নানা ভাবে বিরক্ত করতে থাকে। অভিযোগ, চালক ও কন্ডাক্টরকে বাস থামানোর অনুরোধ করলেও তারা বিষয়টিতে কর্ণপাত করেনি। কারণ তারা ওই যুবকদের পরিচিত ছিল। পরিস্থিতি বেগতিক দেখে ভয় পেয়ে চলন্ত বাস থেকে লাফ মারেন ওই তিন ছাত্রী। ডেপুটি পুলিশ সুপার অনিমেষ নাইথানি জানিয়েছে, বাসের চালক-সহ ওই দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে বাসটিকেও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement