প্রতিনিধিত্বমূলক ছবি।
নতুন মোবাইল কিনেছিল কিশোর। তাই তার কাছে খাওয়ানোর দাবি জানায় অন্য বন্ধুরা। কিন্তু ‘ট্রিট’ না দেওয়াই কাল হল কিশোরের। বন্ধুদের ছুরির কোপে প্রাণ গেল তার।
ঘটনাটি ঘটেছে দিল্লির শকরপুর এলাকায়। সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় সচিমন নামে বছর ১৬-এর এক কিশোর নতুন মোবাইল কিনে বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিল। তাদের পথ আটকায় অন্য তিন কিশোর। নতুন মোবাইল কেনার আনন্দে সচিনের থেকে ‘ট্রিট’ চায় তারা। কিন্তু সচিন রাজি না হওয়ায়, রাস্তার মাঝেই বচসায় জড়িয়ে পড়ে বন্ধুরা।
ঝামেলা থামাতে ছুটে আসেন স্থানীয়েরা। তবে আচমকাই এক কিশোর সচিনকে লক্ষ্য করে ছুরি চালায়। পুলিশ জানিয়েছে, ওই এলাকায় টহলহারির সময় রাস্তায় রক্তের দাগ দেখতে পান পুলিশকর্মীরা। তখন স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন ছুরিকাঘাতের ঘটনার কথা। পরে হাসপাতাল থেকে সচিনের মৃত্যুর খবর পায় পুলিশ। তদন্তে নেমে তারা জানতে পারে দু’টি ঘটনার মধ্যে যোগসূত্র।
ঘটনার পর থেকেই এলাকাছাড়া ছিল তিন অভিযুক্ত। যে এলাকায় ঘটনাটি ঘটেছে, সেখানকার এবং তার আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তিন জনকে শনাক্ত করেন তদন্তকারীরা। তার পর তাদের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। অবশেষে অভিযুক্তদের গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। উদ্ধার করা হয়েছে খুনের অস্ত্রও।