Viral video

Viral: ঢোল বাজিয়ে ট্রেনে বাদশার ‘আভি তো পার্টি...’ গেয়ে ভাইরাল এই শিশু

হাতে ঢোল, তাতে তাল তুলছে নিজেই। আর একই সঙ্গে গান গাইছে ‘অভি তো পার্টি...’।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২১ ১৯:০৮
Share:

ট্রেনে গান গেয়ে ভাইরাল এই শিশু।

‘বচপন কা প্যার’ গানটি গেয়ে মাস দু’য়েক আগেই সংবাদের শিরোনামে এসেছিল ছত্তীসগঢ়ের সহদেব ডিরডো। তার সেই গান ভাইরাল হতেই মুম্বইয়ে ডাক পড়েছিল সহদেবের। র‌্যাপার বাদশা তাঁকে নিয়ে একটি অ্যালবামও বানিয়েছেন। এ বার সেই বাদশারই ‘অভি তো পার্টি শুরু হুই হ্যায়’ গানটি গেয়ে ভাইরাল হল এক শিশু।

হাতে ঢোল, তাতে তাল তুলছে নিজেই। আর একই সঙ্গে গান গাইছে ‘অভি তো পার্টি...’। কোনও একটি ট্রেনে গান গাইতে দেখা গিয়েছে শিশুটিকে। তাঁকে ঘিরে ধরে গান শুনছেন যাত্রীরা। আর প্রবল উৎসাহে গান গেয়ে চলেছে শিশুটি।

Advertisement

ভিডিয়োটি ভাইরাল হতেই অনেকেই শিশুটির প্রশংসা করেন। কেউ বলেছেন, একেও সুযোগ দেওয়া উচিত। কেউ কেউ আবার শিশুটির প্রতিভার তারিফ করেছেন। তবে ভিডিয়োটি কোথাকার সে বিষয়ে কিছু জানা যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement