রুটি, ডাল, সবজি, স্যালাড, দই, মিষ্টি— এই সবকিছু পাওয়া যায় মাত্র ১ টাকায়! খাবারের গুণমান নিয়ে ভাবছেন? ভাবছেন মাত্র ১ টাকায় কী করে এত কিছু দেওয়া সম্ভব! এই অসম্ভবকে সম্ভব করেছে কর্ণাটকের ‘মহাবীর ইউথ ফাউন্ডেশন’ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা।
এই স্বেচ্ছাসেবী সংস্থা একটি ক্যান্টিন চালায় কর্ণাটকের গরীব সাধারণ মানুষের জন্য। তামিলনাড়ুর পাঁচ বারের মুখ্যমন্ত্রী সদ্য প্রয়াত জয়রাম জয়ললিতা রাজ্যের গরীব মানুষের জন্য এমনই একটি প্রকল্প চালু করেন যা সেখানে ‘আম্মা ক্যান্টিন’ নামে পরিচিত। এই ‘আম্মা ক্যান্টিন’-এ মাত্র পাঁচ টাকায় মেলে ভরপেট খাবার। কিন্তু তার চেয়েও সস্তায় বিগত ছ’-সাত বছর ধরে এই স্বেচ্ছাসেবী সংস্থা গরীব মানুষের জন্য মাত্র ১ টাকায় ভরপেট মধ্যাহ্নভোজের এই ব্যবস্থা চালু রেখেছে। ক্যান্টিনের নাম ‘রোটি ঘর’। এই ক্যান্টিনটি কর্ণাটকেরই হুবলিতে অবস্থিত এবং এটি বেশ জনপ্রিয় সেখানকার গরীব মানুষের কাছে। এই মহত্ প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতে যে কেউ তাঁদের সামর্থ মতো অনুদান এই সংস্থায় দিতে পারেন।
আরও পড়ুন...
বিদ্যুৎ চুরির অভিযোগ উঠল এই বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে!
সারা বছর এই এলাকার গরীব মানুষের মুখে দু’মুঠো তুলে দিতে ১ টাকা থালির এই বিশেষ পরিষেবা চালু থাকে হুবলির ‘রোটি ঘর’-এ। তাই বিগত ছ’ সাত বছর ধরে এখানকার হাজার হাজার সাধারণ, গরীব মানুষ তৃপ্তি করে পেট ভরে মধ্যাহ্নভোজ সারতে ভিড় জমান এখানে।
কর্ণাটকের রোটি ঘর’।