কর ছাড় পাবে না ৬ ক্ষেত্র

Advertisement

সংবাদ সংস্থা 

নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৯ ০৪:৪৯
Share:

প্রতীকী ছবি।

কেন্দ্রের আনা কর আইন (সংশোধনী) বিল অনুযায়ী, বই মুদ্রক সংস্থা, খনি সংস্থা, সফটওয়্যার তৈরির সংস্থা, গ্যাস বটলিং কারখানা, সিনেমাটোগ্রাফি ফিল্ম উৎপাদক সংস্থা, মার্বেল ব্লককে স্ল্যাবে পরিণত করার উদ্যোগ ১৫ শতাংশ হারে কর্পোরেট করের সুবিধে পাবে না। আজ এই বিল সংসদে পেশ করেছে কেন্দ্র। সেপ্টেম্বরে কর্পোরেট কর ছাড়ের জন্য কর আইন সংশোধন করতে অধ্যাদেশ এনেছিল নরেন্দ্র মোদী সরকার। সেই অধ্যাদেশকে স্থায়ী আইনে পরিণত করতে এই বিল আনা হয়েছে।

Advertisement

যে সব সংস্থা কোনও কর ছাড় পায় না তাদের জন্য ইতিমধ্যেই ২২ শতাংশ হারে কর দেওয়ার ব্যবস্থা আছে। নয়া বিল অনুযায়ী, কোনও সংস্থা যদি কিছু শর্ত না মানতে পারার ফলে ১৫ শতাংশ হারে কর দেওয়ার সুযোগ না পায় তবে তারা ওই ২২ শতাংশ হারে কর দেওয়ার সুযোগ নিতে পারে।

ওই বিল অনুযায়ী, প্রয়োজনে সরকার বিজ্ঞপ্তি জারি করে আরও ক্ষেত্রকে কর্পোরেট কর ছাড়ের আওতা থেকে বাদ দিতে পারে। এর ফলে শিল্প মহলে অনিশ্চয়তা দেখা দিতে পারে বলে ধারণা অনেকের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement