Kerala High Court

Kerala: ‘ওঁদের অন্তর্বাসও গেরুয়া’! কেরল হাই কোর্টের বিচারপতিদের নিয়ে বিতর্কিত মন্তব্য নেতার

গত ২১ মে ওই জনসভায় উস্কানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে পিএফআইয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কেরল হাই কোর্ট।

Advertisement

সংবাদ সংস্থা

আলাপ্পুঝা শেষ আপডেট: ২৯ মে ২০২২ ০৯:৫৪
Share:

ফাইল চিত্র।

ওঁদের অন্তর্বাসের রং-ও গেরুয়া। কেরল হাই কোর্টের বিচরপতিদের সম্পর্কে এমনই মন্তব্য করে বিতর্ক উস্কে দিলেন পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া (পিএফআই)-র নেতা ইয়াহিয়া টঙ্গল।শনিবার এক জনসভায় তিনি বলেন, “আদালতগুলি সহজেই হতভম্ব হয়ে যায়। আলাপ্পুঝার জনসভা থেকে ওঠা স্লোগান শুনে হাই কোর্টের বিচারপতিরাও স্তম্ভিত হয়ে যাচ্ছেন। কেন জানেন? তার আসল কারণ হল, ওঁরা যে অন্তর্বাস পরে রয়েছেন, সেটার রং-ও গেরুয়া। যেহেতু ওঁদের অন্তর্বাসের রং গেরুয়া, তাই ওঁরা সহজেই উত্তেজিত হয়ে যান।”

Advertisement

আলাপ্পুঝা জনসভার একটি ভিডিয়ো ভাইরাল হয়। সেই জনসভায় বিতর্কিত স্লোগান তোলার অভিযোগ ওঠে পিএফআই নেতার বিরুদ্ধে। তার পর পরই শুক্রবার ১৮ জনকে গ্রেফতার করে পুলিশ।

গত ২১ মে ওই জনসভায় উস্কানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে পিএফআইয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কেরল হাই কোর্ট।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement