একনাথ শিন্ডে। —ফাইল চিত্র।
মুখ্যমন্ত্রী পদ ঘিরে জট কেটেও কাটছে না মহারাষ্ট্রে।
আজ দুপুরে বিজেপি শীর্ষ নেতৃত্ব কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণীকে মহারাষ্ট্রের পর্যবেক্ষক হিসেবে নিযোগ করায় মুখ্যমন্ত্রিত্বের ব্যাপারে রফাসূত্র পাওয়া গিয়েছে বলে মনে করা হচ্ছিল। কিন্তু বিকেলেই অসুস্থতার কথা বলে শিবসেনা নেতা তথা মহারাষ্ট্রের কার্যনির্বাহী মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে বৈঠক বাতিল করে দেন বিজেপির দেবেন্দ্র ফডণবীস ও এনিসিপি নেতা অজিত পওয়ারের সঙ্গে। তার ফলে চলতি অচলাবস্থা আদৌ কেটেছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
অথচ আজ দুপুরে বিজেপির পক্ষ থেকে ঘরোয়া ভাবে দাবি করা হয়েছিল, জট কেটে গিয়েছে। প্রথমে ঠিক হয়েছিল, আগামিকাল কেন্দ্রীয় পর্যবেক্ষকেরা মুম্বই গিয়ে জয়ী বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করে দেবেন্দ্র ফডণবীসের নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করবেন। দুই উপমুখ্যমন্ত্রীর মধ্যে এনসিপি নেতা অজিত পওয়ারের নাম ঘিরে সংশয় নেই। গত কাল থেকে মহারাষ্ট্রের রাজনীতিতে জল্পনা শুরু হয়, দ্বিতীয় উপমুখ্যমন্ত্রী হচ্ছেন একনাথ শিন্দের ছেলে শ্রীকান্ত শিন্দে। রাজনীতিকদের একাংশের মতে, শ্রীকান্তকে উপমুখ্যমন্ত্রী করার কারণেই গত ন’দিন ধরে চলা জট কাটার ক্ষেত্র প্রস্তুত হয়েছিল। যদিও শ্রীকান্তের দাবি, গোটাটাই জল্পনা। তিনি পদের পরিবর্তে দলের সাংগঠনিক কাজে সক্রিয় থাকতে চান। তাই কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও মন্ত্রী হননি।
দুই কেন্দ্রীয় পর্যবেক্ষকের নাম ঘোষণার পরেই শারীরিক অসুস্থতার জন্য মহায্যুতি জোটের বৈঠক বাতিল করেন একনাথ। শিন্দে শিবির থেকে জানানো হয়, মুখ্যমন্ত্রী সাতারা থেকে মুম্বই ফিরলেও চিকিৎসকের পরামর্শে দেখাসাক্ষাৎ বন্ধ রেখেছেন। এর আগে শিন্দে সংবাদমাধ্যমে জানান, তিনি মহারাষ্ট্রের উন্নয়নে বদ্ধপরিকর। তাঁকে মহারাষ্ট্রের মানুষ ফের মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেবেন। শিন্দের ওই বৈঠক বাতিলের সিদ্ধান্ত এবং মুখ্যমন্ত্রিত্ব ফিরে পাওয়ার দাবিতে নতুন জল্পনা শুরু হয়। প্রশ্ন ওঠে, তিনি কি এখনও মুখ্যমন্ত্রী পদ নিয়ে অনড়? কিংবা মুখ্যমন্ত্রী পদ ছাড়ার বদলে যে বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে, তাতে কি খুশি নন? তাই কি মহায্যুতির বৈঠক এড়ালেন?
বিজেপি সূত্রে যদিও দাবি, বৃহস্পতিবার মুম্বইয়ের আজাদ ময়দানে শপথ নেবে নতুন সরকার। তার আগে বুধবার জয়ী বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করে মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করবেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। তার আগে বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে একটি বৈঠক হতে পারে মহায্যুতি জোটের শীর্ষ নেতাদের। তাই আজ দিল্লি হাজির এনসিপি নেতা অজিত পওয়ার। কিন্তু শিন্দে আসবেন কি? নীরব শিবসেনা নেতৃত্ব।