নোটাতঙ্ক নিয়ে সাধারণ মানুষের দুর্ভোগের উপরে এ বার এসে পড়ল নুনের থাবা। শুক্রবার উত্তরপ্রদেশের কিছু এলাকায় নুনের প্রবল অভাব নিয়ে গুজব রটে যায়। সেখানে প্রায় ৪০০ টাকা কেজি দরে বিক্রি হয় নুন। পরে দিল্লি, মুম্বই, কলকাতাতেও ছড়ায় আতঙ্ক। শুক্রবার রাতেই ট্যাংরা, নারকেলডাঙা, তপসিয়ার বাসিন্দাদের মধ্যে ঘরে ঘরে নুন মজুত করে রাখার হিড়িক পড়ে যায়। সাড়ে আটটার পর থেকেই ভিড় জমে যায় দোকানে। ট্যাংরার এক নুন বিক্রেতার দাবি, কয়েক জন ক্রেতা তাঁকে জানান, শনিবারই রাজ্য থেকে নুন উধাও হয়ে যাচ্ছে। সে কারণে তাঁরা বেশি করে নুন মজুত করে রাখতে চান। পরে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, ভারতে বার্ষিক নুন উৎপাদনের পরিমাণ ২২০ লক্ষ টন। দেশের অভ্যন্তরীণ চাহিদার পরিমাণ ৬০ লক্ষ টন। তাই নুনের অভাব ঘটার কোনও কারণ নেই। কোনও এলাকায় নুনের হঠাৎ অভাব ঘটলেও তা মেটানো সম্ভব। রাজ্য প্রশাসনের তরফেও জানানো হয়েছে, নুনের কোনও অভাব নেই।