জেএনইউ-তে এগিয়ে বাম, কিন্তু আটকে রইল ফল

কেন্দ্রীয় কমিটির বাকি তিনটি পদেও অনেকটাই এগিয়ে রয়েছেন বাম প্রার্থীরা। সহ-সভাপতি ও যুগ্ম সম্পাদক পদে এবিভিপি প্রার্থীরা দ্বিতীয় স্থানে রয়েছেন। সাধারণ সম্পাদক পদে দ্বিতীয় স্থানে রয়েছেন দলিত জোটের প্রার্থী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৯ ০১:৪৩
Share:

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়।

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের গণনায় বাকিদের চেয়ে অনেকটাই এগিয়ে বাম জোটের প্রার্থী বঙ্গতনয়া ঐশী ঘোষ। ছাত্র সংসদের সভাপতি পদে লড়ছেন তিনি। গভীর রাতের খবর, মোট ৫৫০ ব্যালট গোনা হয়েছে। তার মধ্যে ঐশী পেয়েছেন ২৬৬টি ভোট। দ্বিতীয় স্থানে দলিত প্রার্থী জিতেন্দ্র সুনা। তাঁর প্রাপ্ত ভোট ১০৮। এবিভিপি-র মণীশ জাঙ্গিড় ৭৫টি ভোট পেয়ে তৃতীয় স্থানে।

Advertisement

কেন্দ্রীয় কমিটির বাকি তিনটি পদেও অনেকটাই এগিয়ে রয়েছেন বাম প্রার্থীরা। সহ-সভাপতি ও যুগ্ম সম্পাদক পদে এবিভিপি প্রার্থীরা দ্বিতীয় স্থানে রয়েছেন। সাধারণ সম্পাদক পদে দ্বিতীয় স্থানে রয়েছেন দলিত জোটের প্রার্থী।

কাল প্রায় ৬৭.৯ শতাংশ ভোট পড়ে। কালই গণনা শুরু হয়। কিন্তু লিংডো কমিটির রিপোর্ট মেনে নির্বাচন হয়নি, বেআইনি ভাবে মনোনয়ন খারিজ করা হয়েছে— এই যুক্তিতে বিশ্ববিদ্যালয়ের দুই পড়ুয়া অংশুমান দুবে ও অমিত দ্বিবেদী দিল্লি হাইকোর্টে যান। অভিযোগকারীদের যুক্তি মেনে ১৭ তারিখের পরবর্তী শুনানি পর্যন্ত ফল ঘোষণা স্থগিত করেছে কোর্ট। বিতর্কে আটকে যায় গণনাও। আজ অনেক বেলায় ফের গণনা শুরু হয়।

Advertisement

অংশুমানরা দাবি করেছেন, লিংডো কমিটির সুপারিশ ছিল নির্বাচনে প্রতিটি বিভাগ থেকে প্রতিনিধিত্ব থাকতে হবে। কিন্তু নির্বাচন কমিটি বেশ কিছু বিভাগকে মিলিয়ে দেয়। তার ফলে বিভাগীয় প্রতিনিধির সংখ্যা ৫৫ থেকে কমে ৪৬-এ এসে দাঁড়ায়। ছাত্র সংগঠন সূত্রের বক্তব্য, অংশুমানেরা নিজেরা নির্বাচনে দাঁড়াতে চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু সদ্য এ বছর থেকে শুরু হওয়া এমবিএ বিভাগে পড়ুয়া কম থাকায় তাঁদের আবেদন খারিজ হয়ে যায়। সেই ক্ষোভেই ওই দুই পড়ুয়া আদালতের দ্বারস্থ হয়েছেন বলে একাংশের দাবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement