Rafale

রাফাল নিয়ে কথা শীঘ্রই

বিদেশ মন্ত্রক জানাচ্ছে, দুশ্চিন্তার কারণ নেই। সরকারের এক সূত্রের দাবি, আলাদা করে রাফাল নিয়ে ফ্রান্সের সংশ্লিষ্ট কর্তাদের সঙ্গে এক সপ্তাহের মধ্যেই আলোচনা শুরু হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৩ ০৯:০২
Share:

রাফাল যুদ্ধবিমান। —ফাইল চিত্র।

নৌসেনার জন্য ২৬টি রাফাল যুদ্ধবিমান কেনার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। স্থির হয়নি ফ্রান্সের সঙ্গে যৌথ উদ্যোগে স্করপেন ডুবোজাহাজ তৈরির সমঝোতা। সেই কারণেই ভারত-ফ্রান্সের যৌথ বিবৃতিতে জায়গা পায়নি এই বিষয়গুলি। স্বাভাবিক ভাবেই এই নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

Advertisement

বিদেশ মন্ত্রক অবশ্য জানাচ্ছে, দুশ্চিন্তার কারণ নেই। সরকারের এক সূত্রের দাবি, আলাদা করে রাফাল নিয়ে ফ্রান্সের সংশ্লিষ্ট কর্তাদের সঙ্গে এক সপ্তাহের মধ্যেই আলোচনা শুরু হবে। ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রকের তরফে রাফাল কেনা নিয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে। নরেন্দ্র মোদীর ফ্রান্স সফরের আগেই এই ছাড়পত্র দিয়ে দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক।

সূত্রের মতে, তাড়াহুড়ো না করে সব দিক দেখে চুক্তি করতে চাইছে সাউথ ব্লক। যাতে লোকসভা নির্বাচনের মুখে নতুন করে বিতর্কের অবকাশ না থাকে। প্রসঙ্গত, এর আগে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তিতে বেআইনি আর্থিক লেনদেন হয়েছে বলে অভিযোগ উঠেছিল ফ্রান্স থেকেই। বিতর্কের কেন্দ্র হয়েছে স্করপেন। ২০১৬ সালে প্রকাশিত খবরে অভিযোগ করা হয়েছিল, ওই ডুবোজাহাজ সম্পর্কে বিভিন্ন গোপন তথ্য ফাঁস হয়ে গিয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement