Petrol

ফের দাম বাড়ল পেট্রল-ডিজেলের, এক বছরে সর্বোচ্চ

পেট্রলের মূল্যবৃদ্ধিতে এ দিন দিল্লিকে ছাপিয়ে গিয়েছে কলকাতা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জুন ২০২০ ১৪:১৩
Share:

—ফাইল চিত্র।

ফের দাম বাড়ল পেট্রল-ডিজেলের। এ নিয়ে পর পর ৯ দিন। সোমবার লিটার প্রতি পেট্রলের দাম বেড়েছে ৪৬ পয়সা। ৫৯ পয়সা বেড়েছে লিটার প্রতি ডিজেলের দাম। তাতে গত এক বছরে লিটার প্রতি পেট্রল ও ডিজেলের দাম এ দিনই সর্বোচ্চে গিয়ে ঠেকেছে।

Advertisement

লকডাউনের জেরে একটানা ৮২ দিন পেট্রল-ডিজেলের দাম বাড়ায়নি তেল সংস্থাগুলি। তার পর গত ৭ জুন থেকে ফের প্রত্যেক দিন তেলের দাম নির্ধারণ শুরু হয়। তাতে এখনও পর্যন্ত লিটার প্রতি পেট্রলের দাম ৪ টাকা ৯৮ পয়সা এবং লিটার প্রতি ডিজেলের দাম ৫ টাকা ২৩ পয়সা বেড়েছে।

এ দিন নতুন করে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় রাজধানী দিল্লিতে লিটার প্রতি তেলের দাম এসে ঠেকেছে ৭৬ টাকা ২৬ পয়সা। ৭৪ টাকা ৬২ পয়সায় এসে ঠেকেছে লিটার প্রতি ডিজেলের দাম।

Advertisement

আরও পড়ুন: পাকিস্তানে নিখোঁজ ভারতীয় দূতাবাসের দুই কর্মী, উদ্বিগ্ন নয়াদিল্লি​

আরও পড়ুন: এ বার চালু হতে পারে লোকাল ট্রেন, যাত্রী সুরক্ষায় থাকবে বিধি-নিষেধও​

তবে পেট্রলের মূল্যবৃদ্ধিতে এ দিন দিল্লিকে ছাপিয়ে গিয়েছে কলকাতা। কলকাতায় এ দিন লিটার প্রতি পেট্রলের দাম এসে ঠেকেছে ৭৮ টাকা ১০ পয়সায়। ৭০ টাকা ৩৩ পয়সায় এসে ঠেকেছে লিটার প্রতি ডিজেলের দাম।

এ বছর মার্চের মাঝামাঝি কেন্দ্রীয় সরকার পেট্রল ও ডিজেলের উপর শুল্ক বৃদ্ধি করে। গত ১৪ মার্চ লিটার প্রতি পেট্রল ও ডিজেলের উপর তিন টাকা শুল্ক বসানো হয়। ৫মে তা বাড়িয়ে লিটার প্রতি পেট্রলের উপর ১০ টাকা ও লিটার প্রতি ডিজেলের উপর ১৩ টাকা শুল্ক বসায় কেন্দ্র। জ্বালানির দাম বাড়ানোর পিছনে এই শুল্কবৃদ্ধিকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement