Hijab Row

Hijab Row: অসমের স্কুলে হিজাবে সায়

ঘটনার সূত্রপাত ২০১৩ সালের ২১ মার্চ। ওই ক্যাথলিক স্কুলে নার্সারি শ্রেণির ক্লাস টিচার চার বছরের ছাত্রীটির হিজাব পরা নিয়ে আপত্তি তোলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ৩১ মে ২০২২ ০৮:৩২
Share:

হিজাব পরার অনুমতি দিয়েছে গৌহাটি হাইকোর্ট। ফাইল চিত্র।

স্কুলের ইউনিফর্মের উপরে হিজাব পরায় চার বছরের ছাত্রীকে স্কুলে আসতে বারণ করেছিল কর্তৃপক্ষ। প্রতিবাদে গোলাঘাটের খ্রিষ্টজ্যোতি হাইস্কুলের বিরুদ্ধে মামলা করেন ছাত্রীর মা। ৯ বছর ধরে মামলা চলার পরে শেষ পর্যন্ত জয় হল অভিভাবকদের। ছাত্রীকে ইউনিফর্মের উপরে হিজাব পরার অনুমতি দিয়েছে গৌহাটি হাইকোর্ট।

Advertisement

স্কুল কর্তৃপক্ষও জানিয়েছেন, দশম শ্রেণি পর্যন্ত ওই ছাত্রী হিজাব পরে ক্লাস করতে পারবে। ঘটনার সূত্রপাত ২০১৩ সালের ২১ মার্চ। ওই ক্যাথলিক স্কুলে নার্সারি শ্রেণির ক্লাস টিচার চার বছরের ছাত্রীটির হিজাব পরা নিয়ে আপত্তি তোলেন। ২৫ মার্চ মেয়েটির পরিবার ইসলাম ধর্মাবলম্বী ছাত্রীর জন্য পোশাকবিধি শিথিল করার আবেদন জানায়। কিন্তু ২৮ মার্চ অধ্যক্ষের তরফে নোটিস পাঠিয়ে জানানো হয়, ১৫ দিনের মধ্যে ফাহিমাকে হিজাব ত্যাগ করে স্কুলের পোশাকবিধি পালন করতে হবে। ৮ এপ্রিল আদালতের দ্বারস্থ হন মেয়েটির মা এলি আহমেদ। ছাত্রীর বাবা সানামন এ আর আসাম রাইফেলসের কর্মী। তিনি আদতে কেরলের বাসিন্দা।

মামলা করার পরে অবশ্য স্কুল কর্তৃপক্ষ ফাহিমাকে হিজাব পরেই ক্লাসে আসার অনুমতি দিয়েছিলেন। সম্প্রতি চূড়ান্ত শুনানিতে হাজির থাকেন স্কুলের উপাধ্যক্ষ নিকোলাল কেরকেট্টা। তিনি আদালতকে জানান, মানবিকতার খাতিরে তাঁরা অষ্টম শ্রেণি পর্যন্ত ফাহিমাকে হিজাব পরে স্কুল করার অনুমতি দিয়েছিলেন। স্কুলের ভূমিকার প্রশংসা করে আদালত জানতে চায়, গত ৯ বছর যখন অনুমতি দেওয়া হয়েছে, তখন একই স্কুলে আরও দুই বছর ফাহিমা পড়তে পারে কি না। অনুরোধ মেনে কেরকেট্টা জানান, ফাহিমাকে দশম শ্রেণি পর্যন্ত পড়ার অনুমতি দেওয়া হবে।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement