India- China

সুসম্পর্কের প্রতীক রবীন্দ্রনাথ: সু

সম্প্রতি মোদী মন্তব্য করেছেন, আলোচনার মাধ্যমেই দু’দেশের সব মতভেদ মিটে যাবে বলে তিনি স্থির নিশ্চিত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৫ ০৭:৩৮
Share:

কলকাতায় চিনের কনসাল জেনারেল সু উয়েই। —নিজস্ব চিত্র।

ভারতের সঙ্গে সুসম্পর্কের প্রতীক হিসেবে চিন রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখে বলে জানালেন কলকাতায় সে দেশের কনসাল জেনারেল সু উয়েই। ১৯৫০ সালের ১ এপ্রিল কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল দু’দেশ। সে হিসেবে মঙ্গলবার এই সম্পর্ক ৭৫ বছরে পা দিল। সেই উপলক্ষে কলকাতায় একটি অনুষ্ঠানে কনসাল জেনারেল বলেন, “রবীন্দ্রনাথ চিনে পরিচিত নাম। তাঁর প্রজ্ঞা ও সাহিত্যকীর্তি যেমন ভারতে, তেমনই চিনেও আগ্রহের সঙ্গে চর্চা হয়। রবীন্দ্রনাথের ৫০ দিনের চিন ভ্রমণ দু’দেশের সংস্কৃতি চর্চায় ছিল নতুন অধ্যায়।” সু বলেন, “ঘটনাক্রমে রবীন্দ্রনাথের সেই ভ্রমণেরও এ বার শতবর্ষ।”

Advertisement

চিনা কনসাল জেনারেল জানান, এই ৭৫ বছরে ভারত ও চিন, দুই দেশেরই অগ্রগতি বিশ্বের নজর কেড়েছে। গত অক্টোবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফল বৈঠকের পরে দু’দেশের সম্পর্ক ফের ছন্দে ফিরেছে। সম্প্রতি মোদী মন্তব্য করেছেন, আলোচনার মাধ্যমেই দু’দেশের সব মতভেদ মিটে যাবে বলে তিনি স্থির নিশ্চিত। আর প্রেসিডেন্ট শি বলেন, “ড্রাগন (চিন) ও হাতি (ভারত) এক সুরে কথা বললে গোটা বিশ্বকে তা শুনতে হবে। আর দুই শক্তি হাত মেলালে গোটা বিশ্ব সে দিকে তাকাতে বাধ্য হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement