অরুণাচল সীমান্তে পাহাড়ের উচ্চতায় টহলের সময় বিপত্তি। ফাইল চিত্র
অরুণাচল প্রদেশে তুষার ধসে আটকে পড়া সাত সেনার দেহ উদ্ধার হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, এঁদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে। গত রবিবার টহল দেওয়ার সময় কামেং সেক্টরে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পাহাড়ের উপরে হঠাৎই আটকে পড়েন তাঁরা। সেই সময় শুরু হয় প্রবল তুষার ধস। এর পরেই তাঁদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়।
ওই সাত জওয়ানের মৃত্যুতে শোখপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। শোক প্রকাশ করেছেন রাহুল গাঁধীও। এ রাজ্য়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই সাত জওয়ানের মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেন। লিখেছেন, ‘প্রবল তুষারপাতে অরুণাচলে কর্তব্যরত সাত জওয়ানের মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত। আমাদের সেনারা নিঃস্বার্থ ভাবে আমাদের নিরাপত্তার দায়িত্ব পালন করে যান। আমার কুর্নিশ।’
সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সবরকম চেষ্টা সত্ত্বেও টহলদারি ওই দলের সাত সদস্যেরই মৃত্যু হয়েছে। ১৪ হাজার ৫০ ফুট উচ্চতায় ওই জায়গায় সেদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং প্রবল তুষারপাত চলছিল। মৃতদেহগুলি স্থানীয় সেনা হাসপাতালে পাঠানো হয়েছে।