Murder

খুন হয়েছেন মা! রক্তের উপরেই পড়ে রয়েছে ছ’মাসের সন্তান

কাজ থেকে বাড়ি ফিরে ওই মহিলার স্বামী প্রথম মহিলার দেহ পড়ে থাকতে দেখেন। তার পর খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে ওই মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ জুন ২০১৯ ১৬:৪৮
Share:

মায়ের দেহের পাশে পরে রয়েছে ছেলে। অলঙ্করণে তিয়াসা দাস।

অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর হাতে নিজের বাড়িতেই খুন হলেন এক বিবাহিত মহিলা। ওই মহিলার রক্তে যখন ঘর ভেসে যাচ্ছে, তখন সেই রক্তের উপরেই অসহায়ভাবে পড়ে ছিল ওই মহিলার ছ’মাসের ছোট্ট সন্তান। কাজ থেকে বাড়ি ফিরে ওই মহিলার স্বামী প্রথম মহিলার দেহ পড়ে থাকতে দেখেন। তার পর খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে ওই মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

Advertisement

নিজের বাড়িতে খুনের এই ঘটনাটি গত বুধবার ঘটেছে মহারাষ্ট্রের ভিয়ান্দির রেহনাই গ্রামে। খুন হয়ে যাওয়া ওই মহিলার নাম সীতাদেবী যাদব। তাঁর বয়স ২৩ বছর। পুলিশের এক অফিসার জানিয়েছেন, কোনও ভোঁতা অস্ত্র দিয়ে মহিলার মাথায় বার বার আঘাতের জেরেই ওই মহিলার মৃত্যু হয়েছে। যদিও তাঁর সন্তান অক্ষত ছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের অনুমান, এই খুনের সঙ্গে ডাকাতির কোনও সম্পর্ক নেই। কারণ মহিলার দেহ পড়ে থাকলেও বাড়ি থেকে কোনও জিনিসপত্র খোয়া যায়নি। তবে পূর্ব পরিচিত কোনও ব্যক্তির হাতেই ওই মহিলা খুন হয়েছেন বলে পুলিশের অনুমান। এ জন্য অজ্ঞাতপরিচয় ব্যক্তির নামে খুনের মামলা রুজু করেছে পুলিশ। কেন ওই মহিলা খুন হলেন তারও তদন্ত হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

Advertisement

আরও পড়ুন: ক্লাসে ঢুকতে দেরি, ছাত্রদের নির্মমভাবে পেটালেন শিক্ষক! ভিডিয়ো ভাইরাল

আরও পড়ুন: বাইক থামিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে রাস্তায়, তারপর...

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement