জম্মু-কাশ্মীরের মন্ত্রী ফারুক আনদ্রাবির বাড়িতে হামলা চালাল জঙ্গিরা। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের এই ঘটনায় ২ পুলিশরক্ষী জখম হয়েছেন।
পিডিপি নেতা আনদ্রাবি রাজ্যের হজ ও ওয়াকফ দফতরের মন্ত্রী। জানা গিয়েছে, রবিবার রাতে কাশ্মীরের অনন্তনাগ জেলার দুরু এলাকায় অস্ত্র নিয়ে মন্ত্রীর গ্রামের বাড়িতে জঙ্গিরা ঢুকে পড়ে। এর পর গোটা বাড়ি ঘিরে ফেলে হামলা চালায়। ফারুক সেই সময় বাড়িতে ছিলেন না। তাঁর বাড়ির পাহারায় ছিলেন দু’জন পুলিশরক্ষী। তাঁদের জখম করে চারটি রাইফেল ছিনিয়ে পালায় জঙ্গিরা। রবিবার সারা দিনে কাশ্মীরে তিনটি জঙ্গি হামলার ঘটনা ঘটে।
আরও পড়ুন: পুলিশের উপরে পরপর হামলা, নিহত ২ জঙ্গি
দক্ষিণ কাশ্মীর রেঞ্জের পুলিশের ডিআইজি এস পি পানি মনে জানিয়েছেন, সম্ভবত অস্ত্র ছিনতাই করতেই হামলা চালিয়েছিল জঙ্গিরা। ওই জঙ্গি দলে কত জন ছিল সে সম্পর্কে নির্দিষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। চলছে জঙ্গিদের খোঁজে তল্লাশি।