Jammu and Kashmir

জম্মু ও কাশ্মীরে আবার সংঘর্ষ, নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত এক জঙ্গি, আটকে আরও কয়েক জন

জম্মু ও কাশ্মীরের সোপোরে বৃহস্পতিবার জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে জড়িয়ে পড়েন পুলিশ এবং সেনা আধিকারিকেরা। তাঁদের গুলিতে এক জঙ্গির মৃত্যুও হয়েছে। এলাকা উত্তপ্ত হয়ে আছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৪ ২২:৪৪
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তাক্ষীদের সঙ্গে আবার সংঘর্ষ জঙ্গিদের। তাদের গোপন ডেরায় হানা দিয়েছিলেন নিরাপত্তারক্ষীরা। কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনার যৌথ অভিযানে এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর। ওই এলাকায় আরও কয়েক জন আটকে আছে বলে মনে করা হচ্ছে।

Advertisement

জম্মু ও কাশ্মীরের সোপোরে বৃহস্পতিবার জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে জড়িয়ে পড়েন পুলিশ এবং সেনা আধিকারিকেরা। গোপন সূত্রে খবর পেয়ে নোপড়া এলাকায় জঙ্গিদের খুঁজতে গিয়েছিলেন তাঁরা। খবর ছিল, ওই এলাকায় লস্কর-ই-তইবা গোষ্ঠীর জঙ্গিরা লুকিয়ে আছে।

পুলিশ এবং সেনার যৌথ বাহিনী এলাকার কাছাকাছি পৌঁছতেই ডেরা থেকে গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। শুরু হয় গুলির লড়াই। নিরাপত্তারক্ষীদের গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়। জঙ্গিদের গুলি লাগে এক সাধারণ নাগরিকের গায়ে। তিনি জখম হয়েছেন। পুলিশ সূত্রে খবর, এক জনের মৃত্যু হলেও তার সঙ্গীরা এলাকাতেই লুকিয়ে রয়েছে। বাকি জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে। তাদের মধ্যে এক জন লস্কর গোষ্ঠীর বড় মাপের কমান্ডারও রয়েছেন বলে সূত্রের দাবি।

Advertisement

বুধবারও একই ভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল কাশ্মীর। বান্দিপোরায় জঙ্গিদের গোপন ডেরায় হানা দিয়ে জখম হয়েছিলেন এক সেনা জওয়ান। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, চিন্তিবান্দি গ্রামে ঘরে ঘরে তল্লাশি অভিযান চালাচ্ছিল সেনাবাহিনী। তখনই তাদের লক্ষ্য করে গুলি ছুটে আসে। তাতে আহত হন এক জওয়ান। পাল্টা গুলি চালায় বাহিনীও। তার পর থেকে জঙ্গিদের খোঁজে চিরুনিতল্লাশি চালানো হচ্ছিল। আকাশে ঘুরছিল হেলিকপ্টারও। পরের দিনই সোপোরে জঙ্গির মৃত্যু হল রক্ষীদের গুলিতে। ঘটনার পর থেকে উত্তপ্ত হয়ে আছে এলাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement