প্রতীকী ছবি।
ত্রিপুরায় করোনা প্রকোপের সময় চিকিৎসা ব্যবস্থার ত্রুটি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে| বিরোধী রাজনৈতিক দল থেক শুরু খোদ শাসক বিজেপি দলের বিধায়কেরা এই নিয়ে আঙ্গুল তুলেছে। এরই মধ্যে দশ মাসের শিশুকে ভুল করে স্যানিটাইজ়ার খাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
১১ অগস্ট রাজ্যের উনকোটি জেলার কুমারঘাট মহকুমার সোনাইমুড়ির প্রীতি দাস তাঁর দশ মাসের শিশুকে পোলিয়ো প্রতিষেধক দিতে নিয়ে যান সোনাইমুড়ির উপস্বাস্থ্য কেন্দ্রে। সেখানে পোলিয়ো প্রতিষেধক দেওয়ার পরে শিশুটির জন্য খাওয়ার জল চান প্রীতি। অভিযোগ, এক আশা কর্মী জলের বদলে স্যানিটাইজ়ার খাইয়ে দেন। কুমারঘাট থানার আধিকারিক প্রদ্যুত দত্ত জানিয়েছেন, প্রীতি দাস থানায় অভিযোগ জানিয়েছেন। তদন্ত হচ্ছে।
এ নিয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, ‘‘ঘটনাটি ঠিক। আশা কর্মী ভুল করেই জলের পরিবর্তে স্যানিটাইজ়ার খাইয়ে দিয়েছেন। সরকারি ভাবে বড় পাত্রে একসঙ্গে স্যানিটাইজ়ার দেওয়া হয়। তার পরে তা স্বাস্থ্য কেন্দ্রগুলিতে ছোট বোতলে ভরে রাখা হয়।’’ তিনি জানিয়েছেন, শিশুটি সুস্থ আছে। পরিবারের তরফে কাছে তাঁর কাছে এখনও কোনও অভিযোগ করা হয়নি।