লালুপ্রসাদের বড় ছেলে তেজপ্রতাপ যাদব। ছবি তেজপ্রতাপের টুইটার থেকে।
বাবা লালুপ্রসাদের পথে হেঁটে ধর্ম নিরপেক্ষ রাজনীতিক হিসাবে নিজেদের তুলে ধরছেন দুই ছেলে তেজপ্রতাপ যাদব ও তেজস্বী যাদব। শনিবার লালুর বড় ছেলে তেজপ্রতাপ নিজের টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করেছেন ধর্ম নিরপেক্ষ সেবক সঙ্ঘ বা ডিএসএস-এর একটি টিজার। সেখানে তাঁর ভাই তেজস্বী যাদবকে দেখা যাচ্ছে অর্জুনের ভূমিকায়।
শনিবারে প্রকাশিত ওই টিজারে দেওয়া হয়েছে সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা। হিন্দু, মুসলিম, শিখ, খ্রীস্টান ধর্মের প্রতীক এক এক করে আসে। তার পর স্ক্রিনের বাঁ দিকে ভেসে ওঠে তেজপ্রতাপের ছোট ছবি। ডান দিকে কুরুক্ষেত্রের রথে অর্জুনের জায়গায় দাঁড়িয়ে আছেন আরজেডি নেতা তেজস্বী। রথের মাথায় উড়ছে ডিএসএসের পতাকা।
ডিএসএস একটি যুবসংগঠন। ২০১৭ সালে তৈরি হয়েছে এটি। আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ভাবধারার বিরোধিতা করতেই তৈরি করা হয়েছে এই সংগঠন।
এর আগে দেওঘরে শিবের সাজে পুজো দিতে দেখা গিয়েছিল তেজপ্রতাপকে। কিন্তু বিবাহ ও বিবাহ বিচ্ছেদ নিয়ে সমস্যা মেটানোর পর ফের রাজনীতিতে ফিরে আসার ঘোষণা কিছুদিন আগেই করেছিলেন লালুর বড় ছেলে তেজপ্রতাপ।
আরও পড়ুন: উপরে সড়কপথ, নীচে রেল! উদ্বোধনের অপেক্ষায় দেশের দীর্ঘতম দোতলা ব্রিজ
দুই ভাইয়ের মধ্যে মাঝেমধ্যেই বিরোধের খবর শোনা যায়। এই নিয়ে প্রশ্নের উত্তরে তেজপ্রতাপ জানিয়েছিলেন, ‘অর্জুনের হাতে হস্তিনাপুরের দায়িত্ব সঁপে তিনি দ্বারকা ফিরে যেতে প্রস্তুত।’ সদ্য প্রকাশিত ডিএসএসের এই টিজারে অর্জুন হিসাবে দেখা গেল তাঁর ভাই তেজস্বীকে। তাহলে কী তেজপ্রতাপ শ্রীকৃষ্ণের ভূমিকা পালন করছেন?
আরও পড়ুন: ১৭-১৭-৬, বিহারে লোকসভা ভোটের আসন বণ্টন চূড়ান্ত করে ফেলল এনডিএ