—প্রতিনিধিত্বমূলক ছবি।
ক্লাসে মহাভারত আর রামায়ণকে ‘কাল্পনিক’ বলে চাকরি খোয়ালেন কর্নাটকের এক শিক্ষক। ম্যাঙ্গালুরুর একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ওই শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ দেখান হিন্দুত্ববাদী সংগঠনের কয়েক জন সদস্য। তাঁদের অভিযোগ, ক্লাসে পড়ুয়াদের সামনে ওই শিক্ষক বলেছেন রামায়ণ, মহাভারতের কাহিনি কাল্পনিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও ওই শিক্ষক আপত্তিকর মন্তব্য করেছেন বলে দাবি করেছেন তাঁরা।
স্থানীয় সূত্রে জানা যায়, যাঁরা বিক্ষোভ দেখিয়েছেন, তাঁদের একাংশ এলাকার বিজেপি বিধায়ক বেদ্যাস কামাথের লোক। ঘটনাচক্রে, ওই শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভে শামিল হতে দেখা যায় বিধায়ককেও। বিক্ষোভের পরেই ওই শিক্ষককে বরখাস্ত করেন স্কুল কর্তৃপক্ষ। বিক্ষোভ প্রসঙ্গে বিধায়ক বলেন, “কেউ যদি আপনার বিশ্বাসে আঘাত করে, তবে আপনি চুপ করে থাকতে পারবেন না।” অভিভাবকদের একাংশের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক পড়ুয়াদের জানিয়েছেন রাম ‘কাল্পনিক’ চরিত্র।
বিতর্কের মুখে স্কুলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, গোটা ঘটনাটি অনভিপ্রেত। ইতিমধ্যেই স্কুল কর্তৃপক্ষের তরফে ওই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশে অভিযোগ দায়ের হয়নি।