Accident

পর পর ৪৮টি গাড়িতে ধাক্কা মারল ট্যাঙ্কার, ভয়াবহ দুর্ঘটনা পুণেতে, জখম হয়েছেন বহু

রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ পুণেতে নাভালে ব্রিজ এলাকায় দুর্ঘটনা ঘটে। ট্যাঙ্কারটির ব্রেক ফেলের কারণেই দুর্ঘটনা বলে মনে করছে পুলিশ। দুর্ঘটনায় অনেকে জখম হয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২২ ২২:২৩
Share:

ট্যাঙ্কারের ধাক্কায় দুমড়ে মুচড়ে গিয়েছে বেশ কয়েকটি গাড়ি। ছবি টুইটার।

এক সঙ্গে কমপক্ষে ৪৮টি গাড়িতে ধাক্কা মারল ট্যাঙ্কার। রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে পুণের নাভালে ব্রিজ এলাকায়। দুর্ঘটনায় বহু মানুষ জখম হয়েছেন বলে জানা গিয়েছে।

Advertisement

ট্যাঙ্কারটির ব্রেক ফেল করার কারণেই এই দুর্ঘটনা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। দুর্ঘটনাস্থলে গিয়েছে পুলিশ, দমকল বাহিনী, অ্যাম্বুল্যান্স। দুর্ঘটনায় কত জন জখম হয়েছেন, তা এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। বেশ কয়েক জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ।

Advertisement

দমকলের এক আধিকারিক জানিয়েছেন, ব্রেক ফেলের কারণে ট্যাঙ্কারটি ৪৮টি গাড়িতে ধাক্কা মারে। তাঁর কথায়, ‘‘বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত কয়েক জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে কত সংখ্যক মানুষ আহত হয়েছেন, তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে অ্যাম্বুল্যান্স, দমকল বাহিনী।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement