কেকের মারাদোনা। ছবি টুইটার থেকে নেওয়া।
ফুটবলের প্রয়াত রাজপুত্র মারাদোনার প্রতি সম্মান জানাল তামিলনাড়ুর রামনাথপুরমের একটি বেকারি। বড়দিনের আবহে কেক দিয়ে মারাদোনার মূর্তি বানিয়েছে তারা। যা আকারে প্রায় ৬ ফুট লম্বা। সেই ‘মারাদোনা কেক’ দেখতে এখন ভিড় জমছে রামনাথপুরমের ওই বেকারির সামনে। সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে ওই কেকের ছবি।
বেকারির বাইরে টেবিলে সাজিয়ে রাখা হয়েছে ওই কেক। প্রস্তুতকারকরা জানিয়েছেন, ওই কেক তৈরি করতে সময় লেগেছে ৪ দিন। কেক তৈরিতে লেগেছে ২৭০টি ডিম। ৬০ কেজি চিনিও লেগেছে তাতে।
তবে মারাদোনাই প্রথম নন। এর আগে ওই বেকারিতে বিখ্যাত ব্যক্তিদের স্মরণ করতে বানানো হয়েছিল কেক। প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম ছাড়াও সচিন তেন্ডুলকর, উসেইন বোল্ট, মাইক টাইসনের মতো খ্যাতনামাদের মূর্তি কেক দিয়ে বানিয়েছে ওই বেকারি। এ বছর ২৫ নভেম্বর মারা গিয়েছেন মারাদোনা। সে জন্যই তাঁকে স্মরণ করা হয়েছে বলে জানানো হয়েছে ওই বেকারির তরফে।