কাটলিছড়ার প্রাক্তন বিধায়ক তজমুল আলি লস্করের জীবনাবসান হয়েছে। আজ সকালে শিলচরের এক চিকিৎসাকেন্দ্রে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৯২ বছর। কাটলিছড়া কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে ১৯৬৭ এবং ১৯৮৩ সালে দু’বার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। প্রবীণ নেতার প্রয়াণে প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদ, এআইইউডিএফ প্রধান বদরউদ্দিন আজমল, অসমের প্রাক্তন মন্ত্রী গৌতম রায় শোকপ্রকাশ করেছেন। তাঁর ছেলে সুজামউদ্দিন লস্কর এ বার বিধানসভা ভোটে কাটলিছড়া কেন্দ্র থেকে নির্বাচনে লড়ছেন। তিনি বলেন, ‘‘বাবার অসমাপ্ত কাজ শেষ করতে চাই।’’