‘সার্জিক্যাল স্ট্রাইক’ কী?
সরাসরি যুদ্ধ নয়। স্বল্প সময়ের গোপন অভিযান। নির্দিষ্ট নিশানায় আচমকা আক্রমণ।
কী ভাবে?
আগে এলাকার খুঁটিনাটি বুঝে নেয় গুপ্তচর সংস্থা। তার পরে হেলিকপ্টার থেকে নামে সেনা।
বুধবারের নিশানা?
জঙ্গিদের ৭টি লঞ্চপ্যাড। নিয়ন্ত্রণরেখা লাগোয়া সুবিধাজনক এই জায়গাগুলিতে জড়ো হয় জঙ্গিরা। তার পরে সুযোগ বুঝে ঢুকে পড়ে ভারতের মাটিতে।
কী ভাবে হল সার্জিক্যাল স্ট্রাইক? দেখুন বিশদে
কী হয়েছে মাঝরাতে?
• নিয়ন্ত্রণরেখার ওপারে ৩ কিমি পর্যন্ত অভিযান।
• তাতপানি, কেল, লিপা সেক্টরে হানা।
• রামুলা, রাজৌরি, কুপওয়ারা থেকে উড়ল কম্যান্ডোবাহিনী।
• ছোট ছোট দলে ভাগ হল ১০০-১৫০ কম্যান্ডো।
• পাক নজর সরাতে উরি থেকে ভারী গোলাবর্ষণ।
• নিহত ৩৮ জঙ্গি, ২ পাক সেনা।
• ৭টি জঙ্গি লঞ্চপ্যাডের ৫টি গুঁড়িয়ে গিয়েছে।
• ভোর সাড়ে চারটেয় ফিরে আসেন কম্যান্ডোরা।
• শেষ মুহূর্তে বুঝতে পেরে গুলি চালায় পাক সেনা।
দিনভর...
বুধবার
• রাত ১২-৩০টা। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে জঙ্গিদের আক্রমণ ভারতের। চার ঘণ্টার অপারেশন।
বৃহস্পতিবার
• সকাল ১১টা কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী
• ১২টা জম্মু-কাশ্মীর ও পঞ্জাবকে বলা হল, সীমান্তে ১০ কিলোমিটার পর্যন্ত বাসিন্দাদের সরাতে হবে।
• ১২-৩০টা সেনা ও বিদেশ মন্ত্রকের সাংবাদিক বৈঠক। অপারেশনের কথা সর্বসমক্ষে ঘোষণা ডিজিএমও-র।
• ১টা মনমোহন, মমতাদের ফোন করে সার্জিক্যাল স্ট্রাইকের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী।
• ৩-৩০টা সনিয়ার বাসভবনে সুষমা। পাশে থাকার আশ্বাস কংগ্রেসের। পরে সর্বদল বৈঠকেও একই সুর।