Dog

Dog: রাস্তার কুকুরদের খাওয়ানোর অধিকার রয়েছে দিল্লিবাসীর, রায় সুপ্রিম কোর্টের

গত বছরে দিল্লি হাই কোর্ট রায় দিয়েছিল পথ-কুকুরদের খাওয়ানোর অধিকার রয়েছে দিল্লিবাসীর। সেই রায়কে চ্যালেঞ্জ জানানো হয় শীর্ষ আদালতে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ মে ২০২২ ০৯:২৫
Share:

প্রতীকী ছবি।

বসতি এলাকায় রাস্তায় কুকুরদের খাওয়ানো যেতে পারে। এ বিষয়ে আপত্তির কোনও কারণ থাকতে পারে না বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। এ বিষয়ে দিল্লি হাই কোর্টের রায় বহাল রেখেছে শীর্ষ আদালত।

গত বছরের জুন মাসে দিল্লি হাই কোর্ট রায় দিয়েছিল, পথ-কুকুরদের খাওয়ানোর অধিকার রয়েছে দিল্লিবাসীর। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় ‘হিউম্যান ফাউন্ডেশন ফর পিপল অ্যান্ড অ্যানিমালস’ নামে একটি সংগঠন। তাদের অভিযোগ ছিল, ওই রায় কার্যকর হলে দিল্লিবাসীর অসুবিধা বাড়বে। সেই আবেদনের প্রেক্ষিতে গত মার্চ মাসে দিল্লি হাই কোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত।

Advertisement

বিচারপতি উদয় উমেশ ললিত, বিচারপতি এস রবীন্দ্র ভাট এবং বিচারপতি সুধাংশু ধুলিয়াকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ অন্তর্বর্তী নির্দেশে সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে। শীর্ষ আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাজধানীর পশুপ্রেমী সংগঠনগুলি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement