সাহাবুদ্দিন মামলা

কোর্টের ভর্ৎসনা বিহার সরকারকে

আরজেডির বাহুবলী নেতা মহম্মদ সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলার শুনানি শুরু করল সুপ্রিম কোর্ট। কালও শুনানি চলবে। সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলার ‘ট্রায়াল’ শুরু না করার জন্য বিহার সরকারকে আজও সুপ্রিম কোর্টের ভৎর্সনার মুখে পড়তে হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পটনা শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৬ ০২:৪৭
Share:

আরজেডির বাহুবলী নেতা মহম্মদ সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলার শুনানি শুরু করল সুপ্রিম কোর্ট। কালও শুনানি চলবে। সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলার ‘ট্রায়াল’ শুরু না করার জন্য বিহার সরকারকে আজও সুপ্রিম কোর্টের ভৎর্সনার মুখে পড়তে হয়েছে। এ দিন আদালতে দু’দফায় শুনানি হয়। আগামী কাল সকাল সাড়ে দশটা থেকে ফের শুনানি হবে বলে জানিয়ে দেওয়া হয়।

Advertisement

মামলার শুনানির সময়ে বিহার সরকারের আইনজীবী দীনেশ দ্বিবেদী এবং গোপাল সিংহ জামিনের বিরোধিতা করেন। বিচারপতি জানতে চান, এত দিন ঘুমোচ্ছিলেন? কেন এত দিনেও মামলার ‘ট্রায়াল’ শুরু করা যায়নি। সরকারি আইনজীবীরা জানান, সিওয়ান জেল থেকে সাহাবুদ্দিনকে ভাগলপুর কারাগারে স্থানান্তরিত করা হয়েছিল। সে কারণেই ট্রায়াল বন্ধ ছিল। তবে রাজ্য সরকারের এই বক্তব্যের বিরোধিতা করেন অ্যাসিড কাণ্ডে মৃত তিন পুত্রের পিতা চন্দ্রকেশ্বর প্রসাদের আইনজীবী প্রশান্ত ভূষণ। তিনি বলেন, ‘‘পাপ্পু যাদবের মতোই সাহাবুদ্দিনেরও ক্ষেত্রেও ‘ভিডিও ট্রায়াল’ করা যেত। সরকার তা করেনি। বিহার সরকারকে ভৎর্সনা করে আদালত। জামিন পাওয়ার পরে ১০ সেপ্টেম্বর জেল থেকে ছাড়া পান সাহাবুদ্দিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement