গ্রাফিক: শৌভিক দেবনাথ
অযোধ্যায় জমির যে অংশ নিয়ে কোনও বিতর্ক নেই, সেই অংশে পুজো করতে চাওয়ার একটি আবেদন বাতিল করল দেশের শীর্ষ আদালত। একই সঙ্গে যিনি এই আবেদন করেছিলেন, তাঁকে তীব্র ভর্ৎসনা করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। আবেদনকারীর উদ্দেশে তিনি বলেছেন, ‘‘আপনারা দেশটাকে শান্তিতে থাকতে দেবেন না। কিছু না কিছু নিয়ে আপনারা মেতেই থাকবেন।’’
অযোধ্যায় রামজন্মভূমি-বাবরি মসজিদ সংলগ্ন যে ৬৭.৭ একর জমি নিয়ে কোনও বিতর্ক নেই, সেই অংশে পুজো করতে চেয়ে আবেদন জানিয়েছিলেন ওই ব্যক্তি। এর আগেও একই আবেদন করেছিলেন ইলাহাবাদ হাইকোর্টে। তখন এই আবেদন করার জন্য তাঁকে ৫ লক্ষ টাকা জরিমানা করেছিল ইলাহাবাদ হাইকোর্ট। আজ সুপ্রিম কোর্টসেই জরিমানার সিদ্ধান্তও বহাল রেখেছে।
গত বছর অযোধ্যার জমির এই অংশে নমাজ পড়তে চেয়ে ইলাহাবাদ হাইকোর্টে অনুমতি চেয়েছিলেন আরেক আবেদনকারী। তাঁর ক্ষেত্রেও ৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। এ ছাড়া এই বছরের ফেব্রুয়ারিতেই রামজন্মভূমি-বাবরি মসজিদ সংলগ্ন বিতর্কিত জমিতে পুজো করতে চেয়ে সুপ্রিম কোর্টের কাছে আরেকটি আবেদন করেছিলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীও।
আরও পড়ুন: ‘কিঁউকি মন্ত্রীভি কভি গ্র্যাজুয়েট থি’, স্মৃতিকে কটাক্ষ কংগ্রেসের, গান বাঁধলেন প্রিয়ঙ্কা
আরও পড়ুন: দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯