শোভাযাত্রার আর্জি জানিয়ে দায়ের করা জনস্বার্থ মামলা খারিজ সুপ্রিম কোর্টে— ফাইল চিত্র।
করোনাভাইরাস সংক্রমণের কারণে এ বার মহরমে শোভাযাত্রা করা যাবে না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। মহরমে শোভাযাত্রার অনুমতি চেয়ে দায়ের করা একটি জনস্বার্থ মামলা আজ শীর্ষ আদালত খারিজ করে দিয়েছে।
প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ আজ রায় ঘোষণা করে বলেছে, ‘‘সাধারণ ভাবে সারা দেশ জুড়ে মহরমের শোভাযাত্রার জন্য অভিন্ন অনুমতি দেওয়া সম্ভব নয়। কারণ, সে ক্ষেত্রে জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোভিড-১৯ সংক্রমণের জন্য একটি নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীকে দোষারোপ করা হবে। আমরা বর্তমান পরিস্থিতিতে মহরমের শোভাযাত্রার অনুমতি দিয়ে একটি ধর্মীয় গোষ্ঠীকে সমস্যায় ফেলতে চাই না।’’
জনস্বার্থ মামলার আবেদনকারী সইদ কালবে জাভেদের যুক্তি ছিল, জৈনদের ধর্মীয় অনুষ্ঠানের শেষ দু’দিনের প্রার্থনার জন্য মুম্বইয়ের তিনটি উপাসনাস্থল খোলার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। পুরীতে জগন্নাথ মন্দিরের রথযাত্রার জন্য একই রকম অনুমতি দেওয়া হয়েছিল। তাই মহরমের ক্ষেত্রেও কিছু আইনি শিথিলতার আর্জি জানিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: নিট, জেইই না পিছোতে মোদীকে আর্জি দেড়শো শিক্ষাবিদের
শীর্ষ আদালত সেই যুক্তি খারিজ করে আজ জানায়, দু’টি ক্ষেত্রে সুনির্দিষ্ট এলাকার জন্য কিছু ছাড় দেওয়া হয়েছিল। সেই ছাড় সারা দেশ জুড়ে কার্যকরী ছিল না। পুরীর রথযাত্রা প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, ‘‘ওই রথ একটি মাত্র শহরের নির্দিষ্ট একটি স্থান থেকে বার হয়। একটি নির্দিষ্ট রুট ধরে যায়। সেক্ষেত্রে রথযাত্রায় ঝুঁকির মাত্রা আঁচ করা যায়। কিন্তু সমস্যা হল, আপনি সারা দেশে মহরমের শোভাযাত্রার অনুমতি চাইছেন।”
আরও পড়ুন: আকাশে চিনের মোকাবিলায় আসছে ইজরায়েলি ‘ফ্যালকন’
আবেদনকারী জাভেদ এর পরে শিয়া মুসলিমদের জন্য লখনউতে মহরমের শোভাযাত্রার অনুমতি চেয়েছিলেন। এ বিষয়ে তাঁকে ইলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হওয়ার ‘পরামর্শ’ দেয় প্রধান বিচারপতি বোবদের বেঞ্চ।