Manipur Situation

সংবিধান মেনে চললেই জয় করা যাবে প্রতিবন্ধকতা, মণিপুরে গিয়ে বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি

২০২৩ সালের মে মাস থেকে মণিপুরের অশান্তিতে ২৫০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। ঘরছাড়া হয়েছেন হাজারেরও বেশি মানুষ। এই অবস্থায় মণিপুরে গত ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১৮:৩১
Share:

মণিপুরে শান্তি ফেরানোর দাবিতে মহিলাদের অবস্থান। —ফাইল চিত্র।

মানুষ সংবিধান মেনে চললেই মণিপুরে প্রতিবন্ধকতাকে জয় করা যাবে। এমনটাই মনে করেন সুপ্রিম কোর্টের বিচারপতি এন কোটিশ্বর সিংহ। উত্তর পূর্বের এই রাজ্যের বাস্তব চিত্র খতিয়ে দেখতে মণিপুরে গিয়েছেন শীর্ষ আদালতের বিচারপতি বিআর গবইয়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির প্রতিনিধিদল। ওই প্রতিনিধিদলে রয়েছেন বিচারপতি সিংহও। মণিপুরে হাই কোর্ট স্থাপনার দ্বাদশ বর্ষপূর্তি উপলক্ষে রবিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন বিচারপতি সিংহ। ওই বক্তৃতাতেই মণিপুরবাসীকে সংবিধান মেনে চলার পরামর্শ দেন তিনি।

Advertisement

বিচারপতি সিংহ জানান, শীর্ষ আদালতের বিচারপতিদের প্রতিনিধিদল শনিবার চূরাচান্দপুর এবং বিষ্ণুপুর জেলায় গিয়ে মানুষের মধ্যে অনেক আশা দেখেছেন। সাধারণ মানুষের উৎসাহ চোখে প়ড়েছে। তিনি বলেন, “যে চ্যালেঞ্জগুলি রয়েছে, তা আমরা সাংবিধানিক মূল্যবোধ মেনে চললে জয় করতে পারব।” তাঁর বক্তব্য, এমন কিছু করা উচিত নয়, যা দেশকে দুর্বল করে। বরং দেশকে শক্তিশালী করতে আরও উদ্যোগী হওয়ার পরামর্শ দেন বিচারপতি।

উত্তর-পূর্বের এই রাজ্যটিতে বর্তমানে রাষ্ট্রপতির শাসন জারি রয়েছে। ২০২৩ সালের মে মাস থেকে মণিপুরের অশান্তিতে ২৫০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। ঘরছাড়া হয়েছেন হাজারেরও বেশি মানুষ। অশান্ত মণিপুরে গত ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির শাসন জারি করা হয়। এখন রাজ্যের দায়িত্ব সামলাচ্ছেন রাজ্যপাল অজয় ভল্লা । এই অবস্থায় শনিবার সুপ্রিম কোর্টের বিচারপতি গবইয়ের নেতৃত্বে বিচারপতিদের প্রতিনিধিদল চুরাচান্দপুরে ত্রাণশিবিরে ঘরছাড়াদের সঙ্গে দেখা করেন। বিচারপতি গবই ছাড়া প্রতিনিধিদলে ছিলেন বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি এমএম সুন্দ্রেশ এবং বিচারপতি কেভি বিশ্বনাথন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement