Sumaiya Rana

সিএএ-র বিরুদ্ধে সরব উর্দু কবির মেয়েকে পাকিস্তান যাওয়ার ‘পরামর্শ’ বিজেপি নেতার

কেন্দ্রীয় সরকারের একাধিক নীতির সমালোচনা করে সম্প্রতি সংবাদমাধ্যমে মুখ খোলেন সুমাইয়া।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২০ ১১:০২
Share:

সিএএ বিরোধী মিছিলে সুমাইয়া। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত।

১৪৪ ধারা ভেঙে সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে মিছিলে যোগ দেওয়ায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে আগেই। এ বার উর্দু কবি মুনাবর রাণার মেয়ে সুমাইয়াকে পাকিস্তান চলে যাওয়ার নিদান দিলেন বিজেপি সাংসদ সতীশ গৌতম। তাঁর কথায়, ‘‘এ দেশে দমবন্ধ হয়ে এলে পাকিস্তান চলে যাওয়ার অনেক রাস্তাই খোলা আছে সুমাইয়ার কাছে।’’

Advertisement

কেন্দ্রীয় সরকারের একাধিক নীতির সমালোচনা করে সম্প্রতি সংবাদমাধ্যমে মুখ খোলেন সুমাইয়া। তিনি বলেন, ‘‘দমবন্ধ করা পরিস্থিতিতে এই মুহূর্তে দেশে বেঁচে থাকাই কষ্টকর হয়ে উঠেছে।’’ তাঁর সেই মন্তব্যেই চটেছেন আলিগড়ের সাংসদ সতীশ গৌতম।

সুমাইয়ার উদ্দেশে তিনি বলেন, ‘‘ভারতে তো তবু স্বাধীন ভাবে কথা বলার অধিকার রয়েছে। তা সত্ত্বেও যদি দমবন্ধ হয়ে আসে, তাহলে সুমাইয়ার জন্য পাকিস্তান যাওয়ার অনেক রাস্তাই খোলা রয়েছে।’’

Advertisement

আরও পড়ুন: বন্ড-শেয়ারে লগ্লি করতে বলে সঞ্চয়ে উদ্বেগ বাড়ালেন নির্মলা​

আরও পড়ুন: প্রয়োজনে আরও ব্যাঙ্ক সংযুক্তি, জানাল কেন্দ্র ​

সতীশ গৌতমের এমন মন্তব্য নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি সুমাইয়া। সাংসদের মন্তব্য নিয়ে মুখ খোলেনি বিজেপিও। তবে সিএএ বিরোধী আন্দোলন থেকে সরে আসার কোনও প্রশ্ন ওঠে না বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন সুমাইয়া। তিনি বলেন, ‘‘আগেও বলেছি, উত্তরপ্রদেশের পুলিশ স্বৈরাচার চালাচ্ছে। খুব বেশিদিন এ ভাবে চলতে পারে না। সিএএ বিরোধী মিছিলে শামিল হওয়ায়, বোন এবং আমার বিরুদ্ধে ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগ দায়ের হয়েছে। যোগী আদিত্যনাথ ভাবছেন, এ ভাবে উনি আমাকে শাস্তি দিতে পেরেছেন। কিন্তু আমার কাছে এই অভিযোগ অত্যন্ত সম্মানের। এর জন্যই আগামী প্রজন্ম আমাদের মনে রাখবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement